সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবারো ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে নৌকা বাইচ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

প্রতি বছরের ন্যায় এবারো আগামী ৭ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শান্তিপূর্ণভাবে করার লক্ষ্যে বুধবার বিকেলে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার ডিসি মো. শাহগীর আলম।

সভায় ডিসি মো. শাহগীর আলম বলেন, আগামী ৭ সেপ্টেম্বর দুপুর ২টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের তিতাস নদীতে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু। শহরের শিমরাইলকান্দি শশ্মান ঘাট থেকে মেড্ডা কালাগাজীর মাজার পর্যন্ত পুরো নদী জুড়ে এই নৌকাবাইচ প্রতিযোগিতা হবে। নৌকা বাইচকে সফল করার লক্ষ্যে আমরা সব ধরণের প্রস্তুতি গ্রহণ করছি। এরইমধ্যে বিভিন্ন বহুজাতিক কোম্পানি নৌকা বাইচকে স্পন্সর করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ব্যাপক আয়োজনে প্রতিযোগিতাটি সফল করার জন্য বিগত বছরের ন্যায় এবারো সব মহলের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এম এম মাহমুদুর রহমান, সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র মো. হেলাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মাহাবুবুল আলম খোকন, প্রেসক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন, ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাসসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, নৌকাবাইচ প্রতিযোগিতার আগে তিতাস নদীতে অবৈধ মাছের ঘের অপসারণ করা হবে। বাইচ চলাকালে কোনো দর্শকের নৌকা, আইনশৃঙ্খলা বাহিনী ব্যতীত কোনো স্পিড বোর্ড চলাচল করতে পারবে না। শহরের শিমরাইল কান্দি সেতুকে সাজানো হবে। বর্ণিল আয়োজনে অন্তত ১৫টি দৌড়ের নৌকা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০৪ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]