রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩ | প্রিন্ট

রাজশাহী নগরীর আরো দুইটি সড়ক আলোকিত করা হয়েছে। নগরীর রেন্টুর খড়ির আড়ৎ থেকে বুলুনপুর হয়ে কোর্ট ঢালুর মোড় পর্যন্ত এবং কাঁঠালবাড়িয়া থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কে আধুনিক দৃষ্টিনন্দন সড়কবাতির উদ্বোধন করা হয়েছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বুলুনপুর কড়ইতলা মোড়ে এবং রাত সাড়ে ৮টায় কাঠালবাড়িয়া মোড়ে আনুষ্ঠানিকভাবে সুইচ চেপে সড়ক দুটির আলোকায়নের উদ্বোধন করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন।

উদ্বোধনের পর সড়ক আলোকায়ন ঘুরে দেখেন ও স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

এ সময় মেয়র এ. এইচ. এম খায়রুজ্জামান লিটন বলেন, আপনারা আমাকে বিপুল ভোটে মেয়র নির্বাচিত করেছেন। এজন্য আবারো ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। শপথ নিয়ে মঙ্গলবার রাজশাহীতে ফিরেছি। রাজশাহীতে ফিরেই দুইটি সড়কের আলোকায়নের উদ্বোধন করলাম। আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পর আমার প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করবো। দায়িত্বগ্রহণের আগ পর্যন্ত রাজশাহীর উন্নয়নে হোমওয়ার্ক করবো।

রাসিক জানায়, নগরীর রেন্টুর আড়ৎ থেকে কোর্ট ঢালুর মোড় পর্যন্ত সড়কে ৩৩টি পোল স্থাপন করা হয়েছে প্রতিটি পোলে দুটি আধুনিক সুসজ্জিত বিদ্যুৎ সাশ্রয়ী সড়কবাতি সংযোজন করা হয়েছে। একইভাবে কাঁঠালবাড়িয়া থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত সড়কে ৩১টি পোল স্থাপন করা হয়েছে। প্রতিটি পোলে দুটি আধুনিক সুসজ্জিত সড়কবাতি সংযোজন করা হয়েছে। এই আলোকায়নে নাগরিকদের চলাচলে নিরাপত্তা বৃদ্ধির পাশাপাশি বেড়েছে নগরীর সৌন্দর্য্য।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলর ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন, ৪ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর আশরাফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. কামরুজ্জামান, ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৫ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]