শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

হজ শেষে ফিরেছেন ১০০২২৩ জন

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৮ জুলাই ২০২৩ | প্রিন্ট

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ১ লাখ ২২৩ জন হাজি দেশে ফিরেছেন। এছাড়া হজ পালনে গিয়ে এ বছর এখন পর্যন্ত ১১৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সকালে হজযাত্রীদের বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন এবং হজ অফিসের বরাতে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

হজ পোর্টালে বলা হয়, মোট ২৬৯টি ফ্লাইটে ১ লাখ ২২৩ জন হাজি দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ১২৮টি, সৌদি এয়ারলাইন্সের ১০১টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ফ্লাইট সংখ্যা ৪০টি।

এদিকে, পবিত্র হজ পালনে গিয়ে ১১৭ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৯১ জন পুরুষ ও ২৬ নারী রয়েছেন। তাদের মধ্যে মক্কায় ৯৫ জন, মদিনায় ৮ জন, জেদ্দায় ২ জন, মিনায় ৯ জন, আরাফায় ২ জন এবং মুজদালিফায় একজন মারা গেছেন।

চলতি বছর বাংলাদেশ থেকে হজ করতে সৌদি আরবে যান এক লাখ ২২ হাজার ৮৮৪ জন। হজযাত্রীদের বহন করতে মোট ফ্লাইট পরিচালনা করা হয় ৩২৫টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ১৫৯টি ফ্লাইটে ৬১ হাজার ১৮০ জন, সৌদি এয়ারলাইন্সের ১১৩টি ফ্লাইটে ৪১ হাজার ৪৬৮ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন হজযাত্রী পাড়ি জমান।

আগামী ২ আগস্ট সৌদি আরব থেকে হাজিদের শেষ ফিরতি ফ্লাইট দেশে আসার কথা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৮ জুলাই ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]