মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বঙ্গবন্ধুর আদর্শে দেশের জন্য কাজ করে গেছেন শেখ কামাল: প্রাণিসম্পদমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বঙ্গবন্ধুর আদর্শে দেশের জন্য কাজ করে গেছেন শেখ কামাল: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের গর্বিত ছেলে শেখ কামাল ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। কেবল মুক্তিযুদ্ধেই নয়, তার অসামান্য অবদান রয়েছে দেশের সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে। শেখ কামাল জাতির পিতার আদর্শকে বুকে ধারণ করে আজীবন কাজ করে গেছেন দেশের জন্য।

শনিবার পিরোজপুরের নেছারাবাদ উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

৭৫-এর ১৫ আগস্টের নৃশংসতার কথা স্মরণ করে প্রাণিসম্পদমন্ত্রী বলেন, শেখ কামাল প্রথমেই সামনে এসে দাঁড়িয়েছিলেন হামলাকারীদের প্রতিরোধ করতে। প্রতিরোধের প্রথম প্রহরেই নৃশংসতার শিকার হন শেখ কামাল। অসীম সাহসী, অসাধারণ মেধা ও বহুমুখী প্রতিভার অধিকারী শেখ কামালকে হত্যার লক্ষ্য ছিল প্রতিরোধ গড়ার পথ যেন রুদ্ধ করে দেওয়া যায়।

তিনি আরো বলেন, পৃথিবীর ইতিহাসে অনেকেই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, কিন্তু বাংলাদেশে ১৯৭৫ সালের ১৫ আগস্ট যেটি ঘটেছিল সেটি নিষ্ঠুরতম ঘটনা। মুক্তিযুদ্ধের বাংলাদেশ ধ্বংস করতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়েছে।

শ ম রেজাউল করিম বলেন, শেখ কামাল ছাত্রলীগের একজন সক্রিয়, আদর্শবাদী একনিষ্ঠ কর্মী। তিনি দক্ষতার সঙ্গে ছাত্রলীগের বিভাজন দূর করে সংগঠনকে আরো শক্তিশালী করতে নিরলস কাজ করে গেছেন।

সভা শেষে ১১ জন বীর মুক্তিযোদ্ধার হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৯ অপরাহ্ণ | শনিবার, ০৫ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]