মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জেনে নিন বশেমুরবিপ্রবি ভর্তির তারিখ ও প্রয়োজনীয় তথ্য

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

জেনে নিন বশেমুরবিপ্রবি ভর্তির তারিখ ও প্রয়োজনীয় তথ্য

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি শুরু হবে আগামী ১৩ ও ১৪ আগস্ট।

গতকাল শুক্রবার ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. শাহজাহান কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এতে বলা হয়, গুচ্ছভুক্ত বশেমুরবিপ্রবিতে প্রাথমিক ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ১৩ ও ১৪ আগস্টের মধ্যে চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে ভর্তিচ্ছু শিক্ষার্থীবৃন্দকে ঐদিন সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট বিভাগীয় অফিসে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

ভর্তির সময়ে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রাথমিক ভর্তির সময় প্রদানকৃত মূল নম্বরপত্র জমাদানের স্লিপ, এসএসসি অথবা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট, এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল সার্টিফিকেট, এইচএসসি অথবা সমমান পরীক্ষার মূল রেজিস্টেশন কার্ড, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, শেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র ও সদ্য তোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রীদেরকে মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার সার্টিফিকেট, গেজেট মুক্তিবার্তা, সংশ্লিষ্টদের এনআইডি কার্ড, ভাতা প্রাপ্তির প্রমাণসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং অন্যান্য কোটাভুক্ত শিক্ষার্থীদের উপযুক্ত সার্টিফিকেট নিয়ে আসার কথা জানানো হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]