বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা প্রশংসনীয়- দয়াল বড়ুয়া

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১২ আগস্ট ২০২৩ | প্রিন্ট

সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা প্রশংসনীয়- দয়াল বড়ুয়া

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-আহবায়ক দয়াল কুমার বড়ুয়া বলেন সুশাসন প্রতিষ্ঠায় সরকারের ভূমিকা প্রশংসনীয়। কিন্তু কিছু সমস্যার কারণে সরকারের ভূমিকা পূরণ হচ্ছে না। জনগন সকল সুবিধা ব্যাহত হচ্ছে আর উন্নয়ন কাজে ধীরগতি বাড়ছে।

শুক্রবার (১১ আগস্ট) এসোসিয়েশন ফর গুড গভর্ন্স ইন বাংলাদেশ আয়োজিত সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এসব কথা বলেন। নর

এসময় দয়াল কুমার বড়ুয়া আরও বলেন; সুশীল সমাজের ব্যক্তিবর্গের উদ্দেশ্যে বলেন; আপনার মেধাবী জাতির অংশ। আপনাদের আলোয় আলোকিত হয় সমাজ ও আমাদের সন্তানের ভবিষ্যৎ। আপনাদের সমাজের মূল চাবিকাঠি।

তিনি আরও বলেন; আপনারা রাজনীতি না করলেও দেশের কাজে কোন নির্বাচন করা সঠিক হবে তা আপনারা জানেন। আপনাদের মাধ্যমে সাধারণ মানুষ সঠিক নেতা বেছে নিতে পারবে বলে আমি আশা করি।

এসোসিয়েশন ফর গুড গভর্ন্স ইন বাংলাদেশ এর কার্যক্রমের প্রশংসা করে সুশাসন প্রতিষ্ঠায় স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় দয়াল কুমার বড়ুয়া বলেন; আজকের মত আয়োজন আমাদের আরও করে যেতে হবে। সমাজের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে হবে আপনাদের। আমি আশা করি আগামী নির্বাচনে আমার পাশে থেকে আপনারা কাজ করে যাবেন একজন সঠিক নেতা নির্বাচনে।

স্থানীয় সরকারের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি সরকার ও রাজনৈতিক বিভাগের হেড অধ্যাপক ড. এম মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন প্রফেসর ড. আব্দুল লতিফ মাছুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাংলাদেশ ফ্রেন্ডস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাফিজ মাহবুব, বেসরকারী টীচার্স ট্রেডিং এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো: সালাউদ্দিন ভূইয়া। সঞ্চালনায় ছিলেন এজিজিবি পরিচালক মো: আব্দুর রহমান।

এসময় অন্যান্যদের অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন সাপ্তাহিক উত্তরা বাণীর সম্পাদক জুয়েল আনান, সিনিয়র সাংবাদিক ও কবি মামুন খান, সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডির সম্পাদক রেজাউর রহমানসহ অনেকে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:১৩ পূর্বাহ্ণ | শনিবার, ১২ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]