বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নিখোঁজের ৪২ ঘণ্টা পর মিলল অন্তরের ভাসমান মরদেহ

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

নিখোঁজের ৪২ ঘণ্টা পর মিলল অন্তরের ভাসমান মরদেহ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে নৌকা থেকে পড়ে নিখোঁজের ৪২ ঘণ্টা পর অন্তর চক্রবর্তীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রোববার সকাল ৯টার দিকে নবনির্মিত আব্দুল হামিদ সেনানিবাসের পশ্চিম প্রান্ত এলাকার ঘোড়াউত্রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত অন্তর চক্রবর্তী ঝালকাঠি জেলার কাটপট্টি এলাকার উত্তম চক্রবর্তীর ছেলে। তিনি ঢাকার মহাখালীর একটি প্রাইভেট কোম্পানির হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুজর গিফারী।

অন্তর চক্রবর্তীর সহকর্মী সুব্রত কুমার দে জানান, শুক্রবার (১১ আগস্ট) ছুটির দিনে সকালে ঢাকা থেকে হাওর এলাকায় ঘুরতে যান তারা। এ সময় নিকলী থেকে নৌকা করে মিঠামইন অলওয়েদার সড়কে যাওয়ার পথে ঘোড়াউত্রা নদীতে নৌকা থেকে পড়ে নিখোঁজ হন অন্তর। তাকে বাঁচানোর জন্য চেষ্টা করেও চেষ্টা ব্যর্থ হন সহকর্মীরা। পরে ৯৯৯- এ ফোন দিলে পুলিশ ও ডুবুরি দল গিয়ে উদ্ধার অভিযান চালায়। পরে রোববার সকাল ৯টার দিকে হাওরে নিহত অন্তর চক্রবর্তীর ভাসমান মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ডুবরি দল।

ফায়ার সার্ভিস কিশোরগঞ্জের স্টেশন অফিসার আবুজর গিফারী জানান, খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের ডুবুরি দল গিয়ে অন্তর চক্রবর্তীকে উদ্ধার অভিযান চালায়। রোববার সকাল ৯টার দিকে অন্তর চক্রবর্তীর মরদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে ভেসে ওঠে। পরে মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Facebook Comments Box
advertisement

Posted ৭:০৩ পূর্বাহ্ণ | রবিবার, ১৩ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]