মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৪ আগস্ট ২০২৩ | প্রিন্ট

টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা আটক

কক্সবাজারের টেকনাফের বরইতলী এলাকায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবাসহ মো. রিয়াজ নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস)। আটককৃত রিয়াজ উপজেলার পালংখালী ইউপির বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এফসিএন নম্বর- ২৯১৫৯০, ব্লক-৬৬ শেডের বাসিন্দা মো. জামালের ছেলে।

টেকনাফ ২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রোববার দুপুরে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ টেকনাফ উপজেলা শহর থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়ক দিয়ে মাছের ট্রাকে করে ইয়াবার একটি চালান উখিয়ার বালুখালী পাচার হতে পারে। এমন খবরের ভিত্তিতে ব্যাটালিয়ন সদর এবং টেকনাফ বিওপির দুটি চোরাচালান প্রতিরোধ টহলদল টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে আনুমানিক ৩০০ গজ পশ্চিম দিকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের বরইতলী ভিউ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে।

এ সময় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি মাছের ট্রাক তল্লাশি করা হয়। একপর্যায়ে মাছের বালতির ভিতর থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো ৫০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে রোহিঙ্গা রিয়াজকে আটক করা হয়। জব্দ করা হয় তার মোবাইলও। আটককৃত রোহিঙ্গার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ১৪ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]