বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড, দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট

গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড, দগ্ধ ২

চট্টগ্রামের সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় দু’জন দগ্ধ হয়েছেন। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলা সোনাইছড়ি ইউনিয়নের চৌধুরী মার্কেট এলাকায় মেসার্স এমটি এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে।

দগ্ধ হওয়া আবু তাহেরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তিনি গুদামটির মালিক। অপরজন গুদামের শ্রমিক। তার নাম জানা যায়নি।

স্থানীয়রা জানান, গ্যাস সিলিন্ডার প্রতিষ্ঠানের মালিক আবু তাহের ও তার এক শ্রমিক দরজা বন্ধ করে ভেতরে কাজ করছিলেন। হঠাৎ চিৎকারের শব্দে আশপাশের লোকজন ছুটে যান। পরে আহত দু’জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা সুলতান মাহমুদ জানান, স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আগুনের সূত্রপাত নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক সমস্যা অথবা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। গুদামে দুই শতাধিক গ্যাস সিলিন্ডারের বোতল ছিল।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তোফায়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- দুর্ঘটনাকবলিত গুদামটিতে অবৈধভাবে এক বোতল থেকে আরেক বোতলে গ্যাস সিলিন্ডার রিফিল করা হয়। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৩ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]