বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দুর্দান্ত সাকিবে প্লে-অফে গল টাইটান্স, ব্যর্থ লিটন

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট

দুর্দান্ত সাকিবে প্লে-অফে গল টাইটান্স, ব্যর্থ লিটন

লংকা প্রিমিয়ার লিগে (এলপিএল) কলম্বো স্ট্রাইকার্সকে হারিয়েছে গল টাইটান্স। যেখানে বল হাতে রীতিমতো জাদু দেখিয়েছেন সাকিব। পাশাপাশি ব্যাট হাতেও ক্যামিও ইনিংসে দলের জয় নিশ্চিত করে মাঠ ছেড়েছেন মিস্টার সেভেনটি ফাইভ। তবে অভিষেক ম্যাচেই ব্যর্থ হয়েছেন লিটন দাস।

এলপিএলে প্রথম রাউন্ডে টানা চার ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে বাজে অবস্থানে ছিল গল টাইটান্স। তবে পরের দুই ম্যাচে সাকিব-লাহিরুদের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয় পায় তারা। আর তাতেই শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিয়েছে দাসুন শানাকার দল।

মঙ্গলবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথম রাউন্ডের শেষ ম্যাচে খেলতে নামে গল টাইটান্স। প্রথমে ব্যাট করা কলম্বোকে তারা ১৫.৪ ওভারেই মাত্র ৭৪ রানে গুটিয়ে দেয়।

পরাজিত দলটির হয়ে অভিষেক হয়েছিল বাংলাদেশি পেসার শরিফুল ইসলামের। আসরের শুরু থেকে অভিষেকের অপেক্ষায় থাকা এই পেসার মাত্র ১ ওভার করেছেন। প্রথম রাউন্ড থেকে দলের বিদায়ে এটিই তার সর্বশেষ ম্যাচ হয়ে থাকলো।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম চার ওভারে ১৯ রানে দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও বাবর আজমকে হারায় কলম্বো। দুজনকেই ফেরান পেসার লাহিরু কুমারা। পাওয়ার প্লে-র শেষ ওভারে প্রথম বল হাতে পেয়ে সাকিব দেন স্রেফ ৩ রান। নিজের পরের ওভারেও আঁটসাঁট বোলিং করেন তিনি, এবার দেন ৪ রান। এই দুই ওভারের মাঝে শামসি বিদায় করে দেন নিপুন ধনাঞ্জয়া ও লাহিরু উদারাকে।

সেভাবে রান তুলতে না পারলেও ১০ ওভার শেষে কলম্বোর সংগ্রহ ছিল ৪ উইকেটে ৬০। এরপর যা হয়েছে সেটি কলম্বোর জন্য আরো লজ্জাজনক। শামসি নিজের শেষ দুই ওভারে আরো দুটি শিকার করেন। চতুর্দশ ওভারে বোলিংয়ে ফিরে সাকিব খরচ করেন মাত্র ১ রান।

পরের ওভারে সেকুগে প্রসন্ন নেন তিন উইকেট। এর মধ্যে গোল্ডেন ডাকের স্বাদ পান শরীফুল। প্রথম বলেই উড়িয়ে মারতে গিয়ে তিনি বোল্ড হয়ে যান। পরবর্তীতে সাকিব পরের ওভারে ইফতিখার আহমেদকে বোল্ড করে গুটিয়ে দেন কলম্বোর ইনিংস। ৩.৪ ওভারে ৮ রানে ১ উইকেট নেন সাকিব।

মাত্র ৭৫ রানের লক্ষ্যে দ্বিতীয় ওভারেই ভানুকা রাজাপাকসের উইকেট হারায় গল। তাদের হয়ে ওয়ানডাউনে নামেন লিটন। প্রথম বলে সিঙ্গেল নিয়ে তিনি প্রথম রানের দেখাও পেয়ে যান, তবে সেখানেই শেষ। পরের ওভারে লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে ইনসাইড-আউট শটে তুলে মারেন লিটন। লং অফ থেকে অনেকটা দৌড়ে ফুল লেংথ ডাইভে দুর্দান্ত ক্যাচ নেন নুয়ানিদু ফার্নান্দো।

ওই ওভারেই পরের বলে সাকিবকে এলবিডব্লিউ দেন আম্পায়ার। তবে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। রিপ্লেতে দেখা যায়, সুইপ করার চেষ্টায় বল তার গ্লাভসে লেগেছিল। সপ্তম ওভারে ইফতিখারকে দুটি চার মারেন সাকিব।

অন্যপ্রান্তে ঝড়ো ইনিংস খেলেন লাসিথ ক্রুসপুলে। দুজনের ৩০ বলে অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটিতে জয়ের বন্দরে পৌঁছে যায় গল। শেষ পর্যন্ত সাকিব ১৭ (১৫ বল) এবং ক্রুসপুলে ৪২ রানে (২৫ বল) অপরাজিত থাকেন।

আট ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে সেরা দুইয়ে থেকে প্রাথমিক পর্ব শেষ করল গল। বৃহস্পতিবার (১৭ আগস্ট) প্রথম কোয়ালিফায়ারে ডাম্বুলা অরার বিপক্ষে খেলবেন শানাকা-সাকিবরা।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৫ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]