মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লড়াই করে হারলো কিংস

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৬ আগস্ট ২০২৩ | প্রিন্ট

লড়াই করে হারলো কিংস

সামনে ছিল দারুণ ইতিহাস গড়ার হাতছানি। হেরে যাওয়ায় তেমন কিছুই হয়নি। তবে শক্তিমত্তায় এগিয়ে থাকা শারজাহর বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস।

মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭ টায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রিলিমিনারি রাউন্ডে শারজাহর মুখোমুখি হয় কিংস। যেখানে শারজাহর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানে হেরেছে অস্কার ব্রুজনের শিষ্যরা। এতে বসুন্ধরাকে এখন এএফসি কাপের গ্রুপ পর্বে খেলতে হবে।

খেলার শুরুতে বল নিয়ন্ত্রণ রাখে শারজাহ। তবে কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো ম্যাচের ত্রিশ মিনিটের মধ্যে দুর্দান্ত দু’টি সেভ করেন। পরে ৩৩তম মিনিটে গোলের সুযোগ তৈরি করে বসুন্ধরা কিংস। রবসন রবিনহোর কর্নারে দরিয়েলতনের হেড ক্রসবারের উপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৩৭তম মিনিটে মিগেল ফিগেইরোকে ফাউল করে হলুদ কার্ড দেখেন বার্সেলোনা-জুভেন্টাসের সাবেক তারকা মিরোলেম পিয়ানিচ।

প্রথমার্ধের যোগ করা সময়ে (৪৭তম মিনিট) গোল হজম করে পিছিয়ে পরে বসুন্ধরা। কায়োর থ্রু বল থেকে বল পান পিয়ানিচ। তার কাটব্যাক থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন লুয়ান পেরেরা। ফলে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় শারজাহ এএফসি।

বিরতির পর বসুন্ধরা গোল শোধের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। ৪৯তম মিনিটে দরিয়েলটনের পাসে মিগেলের শট গোলকিপার ঝাঁপিয়ে পড়ে তালুবন্দি করেন। এর ৩ মিনিট পর মিগেলের পাসে ফাঁকায় দরিয়েলটন প্লেসিং করলেও গোলকিপার আবারো ঝাঁপিয়ে গোল সেভ দেন।

৭০তম মিনিটে পিয়ানিচের ফ্রি কিক জিকো ফিরিয়ে দেন। তবে পরের মিনিটেই শারজাহ ব্যবধান দ্বিগুণ করে। সেলিমের ক্রসে পেরেরা লাফিয়ে উঠে হেডে জাল কাঁপান। শেষের দিকে সোহেল রানা-ইব্রাহিমরা বদলি নেমেও দলের হার এড়াতে পারেনি।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৩৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৬ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]