বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

ফাইনালের আগেই রেকর্ড আয় ফিফার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট

ফাইনালের আগেই রেকর্ড আয় ফিফার

অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে গড়িয়েছে ফিফা নারী ফুটবল বিশ্বকাপ। এ আসরের ফাইনাল এখনও বাকি। তবে তার আগেই আয়ের দিক থেকে নতুন রেকর্ড গড়েছে ফিফা।

চলমান নারী ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত প্রায় ৫৭ কোটি টাকা আয় করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আগামী ২০ আগস্ট মাঠে গড়াবে নারী বিশ্বকাপের ফাইনাল। সিডনি অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও ইংল্যান্ড। তার আগে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানালেন ফিফা বস।

এবারের আসরে ২৪ থেকে বাড়িয়ে ৩২ দল নিয়ে টুর্নামেন্টের আয়োজন করে ফিফা। বিষয়টি নিয়ে ইনফান্তিনো বলেন, সমালোচকদের ভুল প্রমাণ করেছে ফিফা। আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছি।

ফিফা প্রেসিডেন্ট বলেন, ‘আমরা খেলাটির উন্নতির জন্য বিশ্বব্যাপী ১ বিলিয়ন মার্কিন ডলার ব্যয় করেছি এবং আমরা বিশেষ লক্ষ্য রেখেছি মেয়েদের ফুটবলের দিকে। করোনা মহামারিতে যখন সবকিছু থমকে গিয়েছিল, তখনও আমরা কাজ চালিয়ে গেছি। যে কারণে নারীদের ফুটবল কঠিন সময়েও টিকে ছিল।’

প্রসঙ্গত, ২০২২ সালের কাতার বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছিল ৭৫০ কোটি মার্কিন ডলার। যা এখন পর্যন্ত যেকোনো বিশ্বকাপ থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৮ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]