বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য দল

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২১ আগস্ট ২০২৩ | প্রিন্ট

এশিয়া কাপের জন্য ভারতের সম্ভাব্য দল

আর কয়েকদিন পরই শুরু হবে এশিয়া কাপ। আসন্ন এ টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ ও পাকিস্তান। তবে এখন পর্যন্ত এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেনি ভারত।

জানা গেছে, এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সোমবার (২১ আগস্ট) দল ঘোষণা করার কথা রয়েছে ভারতের। দল নির্বাচনকে কেন্দ্র করে দিল্লিতে একটি বৈঠক ডেকেছেন নির্বাচক প্রধান অজিত আগারকার। সেই বৈঠকেই অভিনব একটি ঘটনা হতে চলেছে।

কোচ রাহুল দ্রাবিড় হাজির থাকবেন সেই বৈঠকে। অধিনায়ক রোহিত শর্মা হাজির থাকবেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে। দল নির্বাচনের সময়ে সাধারণত কোচকে রাখা হয় না। রবি শাস্ত্রী কোচ থাকাকালীন কখনও দল নির্বাচনের বৈঠকে উপস্থিত থাকেননি।

কিন্তু আগামী কয়েক মাসে ভারতের গুরুত্বপূর্ণ সিরিজ এবং টুর্নামেন্টের কথা মাথায় রেখে দ্রাবিড়কে ডাকা হয়েছে। এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের দল ঘোষণার অনুমতি রয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) পক্ষ থেকে। সেই মোতাবেক বাংলাদেশ এবং পাকিস্তানও ১৭ সদস্যের দল ঘোষণা করে।

বিসিসিআইয়ের এক কর্মকর্তা জানান, বিশ্বকাপের জন্য ২৭ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। প্রাথমিক দলে প্রয়োজনে পরিবর্তন করার সুযোগ রয়েছে। এশিয়া কাপে আমরা দু’জন অতিরিক্ত ক্রিকেটারকে দেখে নেয়ার সুযোগ পাব।

ভারতের সম্ভাব্য ১৭ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুভমান গিল, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব, ঈশান কিষাণ (উইকেটরক্ষক), আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, যুবেন্দ্র চাহাল/রবিচন্দ্রন অশ্বিন।

Facebook Comments Box
advertisement

Posted ২:২২ পূর্বাহ্ণ | সোমবার, ২১ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]