বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

মানব পাচার চক্রের মুলহোতা ইউসুফ উত্তরখান থেকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৩ আগস্ট ২০২৩ | প্রিন্ট

মানব পাচার চক্রের মুলহোতা ইউসুফ উত্তরখান থেকে গ্রেফতার

রাজধানী উত্তরখান থেকে মানব পাচার চক্রের মুলহোতা বহুরুপি প্রতারক ইউসুফ গ্রেফতার হয়েছে। এই চক্রটি দীর্ঘদিন যাবৎ মোটা বেতনের চাকুরী দিয়ে ইতালি পাঠানোর কথা বলে লিবিয়া নিয়ে নিরীহ লোকজনকে নির্মম ভাবে নির্যাতন করে অভিবাবকদের নিকট হইতে হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। তাদের চাহিদামত টাকা না দিলে খুন করে লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনা ঘটছে অহরহ।

এই মানব পাচার চক্রের মুলহোতা ইউসুফ সহ অন্যান্যদের নামে রয়েছে শরীয়তপুর পালং মডেল থামায় একাধীক মামলা।

মামলা সুত্রে জানা যায়, মোঃ আতিক মোড়লের ছেলে শামীম মোড়লকে ইতালি পাঠানোর কথা বলে গত ২০/৮/২০২২ ইং তারিখ বিবাদী নারগিস বেগম ও মোঃ ইউসুফ পাসপোর্টসহ নগদ পাঁচ লাখ টাকা নেন এবং গত ১৮/১০/২০২২ ইং তারিখ শামীম মোড়ককে ইতালি পাঠানোর উদ্দেশ্য লিবিয়া পাঠায়। লিবিয়া নিয়ে শামীম সহ অন্যান্য যাত্রীদের জিম্মি করে রাখেন তারা। এসময়,খুন করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার ভয় ভীতি দেখাইয়া ২ জন যাত্রীর অভিবাবকের নিকট হইতে কয়েক দফায় ২৬ লাখ টাকা হাতিয়ে নেয় এই চক্রটি। নিরুপায় হয়ে অভিবাবকেরা জড়িতদের বিরুদ্ধে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল শরীয়তপুর -এ মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর ৬/৭/৮/৯/১০ ধারায় ২ টি মামলা করেন আতিকুর মোড়ল( ৫০) ও জৈনক জি এম ওহেদুজ্জামান। গত ২৭/৭/২০২৩ ইং তারিখ ওহেদুজ্জামান বাদী হয়ে মামলা করেন যাহার নং-২০। গত ১৭/০৮/২০২৩ ইং তারিখ আতিক মোড়ল তার ছেলের খবরাখবর না পেয়ে শরীয়তপুর পালং মডেল থানায় একটি মামলা করেন যাহার নং -১৫। মানব পাচার ও যাত্রীদের হত্যার অভি মামলার খবর পেয়েই আসামীরা একে একে গা ঢাকা দেয়। গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ ই আগষ্ট উত্তরখান মধ্যপাড়া নিজ বসত বাড়ী থেকে ভয়ংকর মানব পাচার চক্রের গড ফাদার ইউসুফকে প্রশাসন গ্রেফতার করেন।

শরীয়তপুর পালং মডেল থানা জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করেন।এক মামলার বাদি জি এম ওহেদুজ্জামান শরীয়তপুর জেলার পালং মডেল থানার অন্তর্গত তুলাসার গ্রামের মৃত গাজী আবদুল মান্নানের ছেলে। অপর মামলার বাদি মোঃ আতিকুর মোড়ল শরীয়তপুর জেলার পালং মডেল থানার চর যাদবপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাদের করা দুইটি মামলা সুত্রে জানা যায়, ইউসুফ ও তার সহযোগিরা মিলে ওহেদুজ্জামানের ভাগিনা জোহান আহম্মেদ ইমুকে ও আতিকুর মোড়লের ছেলে শামীম মোড়কে ইতালি পাঠানোর কথা বলে প্রথমে একজন থেকে ৪ লাখ ও অপর ব্যক্তি থেকে ৫ লাখ টাকা নেন। পরবর্তিতে লিবিয়া নিয়ে তাদেরকে বদ্ধ ঘরে আটকিয়ে জোড় পূর্বক আরো ৭/৮ লাখ টাকা করে হাতিয়ে নেয়। মামলা সুত্রে আরো জানা যায়, গত ১৫/০৪/২০২২ ইং তারিখ ইউসুফ ও মামলার অপর আসামি ইসমাইল তালুকদার( ৫৫) মিলে জোহান আহম্মেদ ইমুকে লিবিয়া পাঠায়।

এছাড়াও আক্তার ছৈয়াল,নারগিছ বেগম,হাসান ছৈয়াল,মোঃ ইউসুফ এবং নুরুল ইসলাম খন্দকার মিলে গত ১৮/১০/২০২২ ইং তারিখ শামীম মোড়লকে ইতালি পাঠানোর উদ্দেশ্য লিবিয়া ফ্লাইট করায়। আসামীগণ তাদের এজেন্ট নামীয় লাঠিয়াল বাহিনী দ্বারা ইমু ও শামীম মোড়লকে লিবিয়াতে বদ্ধ ঘরে আটক রেখে শারীরিক নির্যাতন করেন। দালালদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গত ০৫/১০/২০২২ইং তারিখ ওহেদুজ্জামানের ভাগিনা ইমু লিবিয়া থেকে গোপনে ফোন করে নির্যাতনের বর্ননা দিয়ে কান্নাকাটি করে।

এসময় মামলা সুত্রে আরো জানা যায়, গত ১৫/৭/২০২৩ ইং তারিখ বিবাদীগণ শামীম মোড়লকে হাত -পা বেধে ভিডিও কলে আতিক মোড়লকে দেখায় এবং ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। বিষয়টি নিয়ে বাদীগণ একাধিকবার আসামীদেরকে জানালে তারা নানান তালবাহানা করে ঘুরাইতে থাকে। দীর্ঘ ৯/১০মাস অতিবাহিত হওয়ার পর জোহান আহম্মেদ ইমু ও শামীম মোড়লের সাথে পরিবারের যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ বিষয় গুলো বাদীরা আবারো আসামিগণকে জানালে তারা মিথ্যা কাহিনি সাজাইয়া বাদীগণকে মিথ্যা মামলায় ফাঁসানো ভয়ভীতি প্রদর্শন ও হয়রানি করে।

একাধিক সুত্রে জানা যায়, ১৯৭৮/১ উত্তরখান মধ্যপাড়া সরকার বাড়ি এলাকার বাসিন্দা বহুমুখী প্রতারক ইউসুফ দীর্ঘদিন যাবৎ জালটাকার ব্যবসার সাথে জড়িত। জালটাকা বানানো এবং বিক্রি করার সময় সে প্রশাসনের হাতে গ্রেফতার হয়। ঐ মামলায় সহযোগি সহ মোঃ ইউসুফের তিন বছর সাজা হয়।

সুত্রে আরো জানা যায়, কয়েক বছর আগে সে তার সহযোগীদের নিয়ে রে্যাব পরিচয়ে জমি দখল করতে গিয়ে প্রশাসনের হাতে গ্রেফতার হয়।জানা যায়,প্রতারক ইউসুফসহ মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে উত্তরখান থানাসহ দেশের বিভিন্ন থানা ও বিজ্ঞ আদালতে রয়েছে একাধিক মামলা।

Facebook Comments Box
advertisement

Posted ২:০১ অপরাহ্ণ | বুধবার, ২৩ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]