মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

এমটিএফইর প্রতারণা: অভিযোগ ও তথ্য জানতে চেয়েছে সিআইডি

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ ইনকরপোরেটেড বা এমটিএফইর ফাঁদে পড়ে দেশের চার-পাঁচ লাখ মানুষ কয়েক হাজার কোটি টাকা খুঁইয়েছে। এ ব্যাপারে নজরদারি করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার ইন্টেলিজেন্স টিম। ভুক্তভোগী গ্রাহকদের এ-সংক্রান্ত অভিযোগ ও প্রতারক চক্রের তথ্য জানাতে সাইবার সাপোর্ট সেন্টারে যোগাযোগের পরামর্শ দিয়েছে সিআইডি।

সিআইডি শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভার্চুয়াল দুনিয়ায় ডলার, শেয়ার বা ক্রিপ্টোকারেন্সি কেনাবেচার কানাডা ও দুবাইভিত্তিক প্রতিষ্ঠান এমটিএফই। অ্যাপের মাধ্যমে গ্রাহকদের শেয়ারবাজারে বিনিয়োগ করতে আহ্বান জানানো এবং লেনদেন পরিচালনা করা হয়। নিজেদের ছায়া প্ল্যাটফর্মে ট্রেড করার সুযোগ দিয়ে এই অ্যাপ সম্প্রতি আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে জনপ্রিয় হয়ে ওঠে। বাংলাদেশে তাদের কার্যালয় না থাকলেও চলতি বছরের জানুয়ারি মাসে এর কার্যক্রম শুরু হয়। ঘরে বসে সহজে আয়ের পথ বলে ফেসবুক-ইউটিউবে ব্যাপক প্রচার চালায় তারা। ভিডিও ও বিজ্ঞাপন দেখে ভুক্তভোগীরা আগ্রহী হয়। সবচেয়ে বেশি আগ্রহী হয় একজন আরেকজনকে দেখে। এ ক্ষেত্রে এমটিএফই বহুস্তর বিপণন বা এমএলএম পদ্ধতিতে কাজ করেছে। বেশি লাভের আশায় লাখ লাখ মানুষ সেখানে বিনিয়োগ করেছে। কিছু মানুষ লাভের অংশ পেয়েছেও। শেষ পর্যন্ত বিনিয়োগের সব অর্থই খোঁয়াতে হয় গ্রাহকদের। ঢাকা, বরিশাল, নওগাঁ, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, রাজশাহী, কুমিল্লা ও সাতক্ষীরায় প্রতারণা সবচেয়ে বেশি হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১১ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]