মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাসা ভাড়া নেওয়ার ছলে চুরি করাই শাওনের পেশা

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

বাসা ভাড়া নেওয়ার ছলে ভবনে ঢুকে চুরির অভিযোগে শেখ মশিউর রহমান শাওন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মিরপুর থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর পশ্চিম শেওড়াপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শাওন ‘টু লেট’ বা ‘বাসা ভাড়া দেওয়া হবে’ নোটিশ থাকা ভবনগুলোতে যায়। সাধারণত সকাল ১১টা থেকে বিকেল ৩টার মধ্যে সে ঢোকার চেষ্টা করে। কারণ, স্কুল-অফিস খোলা থাকার ফলে ওই সময় ভবনে মানুষ কম থাকে। বাসা ভাড়ার নাম করে ঢুকে সে ঘরের তালা ভেঙে সব চুরি করে পালিয়ে যায়। তার সঙ্গে সব সময় একটি ব্যাগ থাকে। সেই ব্যাগেই থাকে তালা ভাঙার যন্ত্রসহ চুরির যাবতীয় সরঞ্জাম। কেউ জিজ্ঞেস করলে নিজেকে ইলেকট্রিক মিস্ত্রি বলে পরিচয় দেয়। এভাবে গত চার বছরে সে অর্ধশতাধিক চুরি করে বলে স্বীকার করেছে।

ওসি জানান, সর্বশেষ শেওড়াপাড়ায় বাসা ভাড়ার নাম করে একটি ফ্ল্যাটে ঢোকে শাওন। এর পর একটি বাসায় চুরি করে এবং অন্যটিতে চুরি করতে গিয়ে ধরা পড়ে। পুলিশ গিয়ে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে দুই জোড়া রুপার নূপুর, ১০ হাজার ৪৮০ টাকা এবং চুরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]