বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

লক্ষ কোটি টাকায় কী করছি সবার জানার অধিকার আছে

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩ | প্রিন্ট

নাগরিকদের তথ্য জানার অধিকার আছে বলে উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘লক্ষ কোটি টাকা দিয়ে আমরা কী কাজ করছি, কেন করছি, সেই টাকার মালিক জনগণের তা জানার অধিকার ও প্রয়োজন আছে।’

আজ শুক্রবার বিখ্যাত কার্টুনিস্ট এম এ কুদ্দুসের স্মরণসভা ও ‘বাংলাদেশের অর্থনীতি-রাজনীতিতে কার্টুনের ভূমিকা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে ঢাকার রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি এ স্মরণসভা ও আলোচনার আয়োজন করে। এম এ কুদ্দুস সমিতির প্রয়াত সাধারণ সম্পাদক।

প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান বলেন, ‘সাম্প্রতিক সময়ে পত্রপত্রিকায় কার্টুন কম দেখা যায়। আগে বেশি দেখা যেত। পশ্চিমা জগতে কার্টুনের বিশাল ভূমিকা রয়েছে। একটি ছবি দিয়ে অনেক শব্দের চেয়েও বেশি কিছু বোঝানো যায়। আর একটা কার্টুন দিয়ে বোঝানো যায় লাখো মিলিয়ন শব্দ। এই মাধ্যমের সৃজনশীল স্রষ্টা ছিলেন এম এ কুদ্দুস।’

ঢাকার রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সভাপতি নুরে আলম সিদ্দিকী হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুল লতিফ মোল্লা। স্মৃতিচারণ করেন এম এ কুদ্দুসের স্ত্রী তানিয়া সুলতানা, নয়া দিগন্তের চিফ রিপোর্টার ও সমিতির অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম, দৈনিক সংবাদের সহসম্পাদক ওবায়েদ আকাশ, বাংলাদেশ প্রতিদিনের পান্থ আফজাল, সমিতির সাংগঠনিক সম্পাদক অরন্য গফুর এবং সাংস্কৃতিক সম্পাদক চন্দন সান্যাল।

আরও উপস্থিত ছিলেন মাসিক সরগমের সম্পাদক ও রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির উপদেষ্টা কাজী রওনাক হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক গোলাম মুর্তজা, ডিইউজের সাধারণ সম্পাদক আকতার হোসেন, সমিতির সহসভাপতি শাহীন হাসনাত, রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতির সহসভাপতি মানিক লাল, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. ফারহানা রশীদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিমন রহমান।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১৩ অপরাহ্ণ | শুক্রবার, ২৫ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]