মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে হারানো মুঠোফোন ফেরত পেল ৩৫ জন

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৮ আগস্ট ২০২৩ | প্রিন্ট

রাজবাড়ীতে ৩৫টি হারিয়ে যাওয়া মুঠোফোন উদ্ধার করে মালিকের কাছে ফেরত দেওয়া হয়েছে। রোববার দুপুরে মুঠোফোন হস্তান্তর উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

পুলিশ সুপারের সম্মেলন কক্ষে হারিয়ে যাওয়া ৩৫টি মুঠোফোনের মালিক জড়ো হন। এসময় পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইখতেখারুজ্জামান, সহকারী পুলিশ (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

রাজবাড়ীর বিভিন্ন এলাকা থেকে এসব মুঠোফোন হারিয়ে গিয়েছিল। সাধারণ ডায়েরি দেখে এসব ফোনের উদ্ধার তৎপরতা কার্যক্রম পরিচালনা করে পুলিশ।

শহরের বিনোদপুর হরিসভার বাসিন্দা লিমা আক্তার বলেন, প্রায় সাত-আট মাস আগে হাসপাতাল গিয়েছিলাম। আমার এক আত্মীয় ভর্তি ছিল। তাকে এক বেড থেকে আরেক বেডে নেয়া হয়। এতে সময় লাগে প্রায় দুই মিনিট। ফিরে এসে দেখি আমার ফোনটি নেই। অনেক খোঁজাখুঁজি করেছি। কিন্তু কোনো কাজ হয়নি। পরে থানায় সাধারণ ডায়েরি করি। আজ ফোনটি হাতে পেলাম। খুব ভালো লাগছে। কখনো ভাবি নাই আমার হারানো ফোন ফিরে পাবো। এখন খুব ভালো লাগছে।

শহরের বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা মো. রবিন বলেন, মাসখানেক আগে আমার ফোনটি চুরি হয়েছিল। ফোনটি চুরি হওয়ার পর থানায় জিডি করি। আজ ফোনটি হাতে পেলাম। ফোন ফিরে পেতে আমার কোনো টাকা-পয়সা দিতে হয় নাই।

অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম বলেন, মুঠোফোন এখন প্রতিটি মানুষের একটি প্রধান অনুষঙ্গ। আমরা সবাই এটি ব্যবহার করে অভ্যস্ত। মুঠোফোন হারিয়ে গেলে খারাপ লাগে। পাশাপাশি অনেক ফোন নম্বরসহ ব্যক্তিগত তথ্যও হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে। আমরা হারানো মুঠোফোন উদ্ধার করতে তৎপর। এতে মানুষের একটি অকৃত্রিম হাসি দেখতে পাওয়া যায়। আমরা সবসময় সাধারণ মানুষের পাশে আছি। জনগণের সেবাই আমাদের প্রধান কাজ।

Facebook Comments Box
advertisement

Posted ২:২৯ পূর্বাহ্ণ | সোমবার, ২৮ আগস্ট ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]