রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মাঠে নামবেন মেসি, মুহূর্তেই শেষ আর্জেন্টিনার টিকিট

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

মাঠে নামবেন মেসি, মুহূর্তেই শেষ আর্জেন্টিনার টিকিট

কাতার ফুটবল বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর শিরোপা ঘরে তোলে আর্জেন্টিনা। যেখানে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে শিরোপা জয়ের স্বাদ দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপের পর চারটি প্রীতি ম্যাচ খেলেছে আলবিসেলেস্তেরা। যার প্রতিটি ম্যাচেই জয়ের দেখা পেয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা।

ফিফা উইন্ডো শিডিউলে প্রীতি ম্যাচ খেলার পর এখনও মাঠে নামা হয়নি বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। আগামী ৮ সেপ্টেম্বর বাছাইপর্ব দিয়ে ২০২৬ বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ম্যাচটিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইকুয়েডর। পরের ম্যাচটি ১৩ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে নামবেন লিওনেল মেসিরা।

এ দুই ম্যাচকে ঘিরে মেসিকে রেখে ৩২ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর, আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচের সব টিকিট মাত্র এক ঘণ্টার মধ্যেই বিক্রি হয়ে গেছে। গতকালই বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। এরপরই স্থানীয় সময় সন্ধ্যা ৬টা টিকিট ছাড়া হয় অনলাইনে। ঘণ্টাখানেক পরে যারা টিকিটের খোঁজে ছিলেন তাদের হতাশ হতে হয়েছে।

আগামী শুক্রবার (৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টায় বুয়েন্স আয়ার্সের স্তাদিও মনুমেন্তালে ইকুয়েডরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর নিজেদের দ্বিতীয় ম্যাচে ১৩ সেপ্টেম্বর বিশ্বচ্যাম্পিয়নরা বলিভিয়ার বিপক্ষে নামবে। ওই ম্যাচের ভেন্যু বলিভিয়ার লা পাজের হার্নান্দো সাইলস স্টেডিয়াম।

৩২ সদস্যের ঘোষিত দলে অনূর্ধ্ব-২৩ দলের চার ফুটবলারকে ডেকেছেন স্কালোনি। ইনজুরির কারণে দলে জায়গা হয়নি গেরোনিমো রুইয়ি, মার্কোস আকুইনা ও পাওলো দিবালার। এছাড়া বাদ পড়েছেন লো সেলসো ও আলেহান্দ্রো গোমেস।

আর্জেন্টিনা স্কোয়াড:
লুকাস বেল্ট্রান, নিকোলাস গঞ্জালেস, লিয়েন্দ্রো পারেদেস, জুয়ান মুসো, লাউতারে মার্টিনেজ, আনহেল কোরেয়া, রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা, জার্মান পাজেলা, গুইদো রদ্রিগেজ, গঞ্জালো মন্টিয়েল, জুয়ান ফয়েথ, মার্কোস সেনেসি, এমিলিয়ানো মার্টিনেজ, ফাকুন্দো বোনানোত্তি, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, জুলিয়ান আলভারেজ, আলেজান্দ্রো গার্নাচো, লিসান্দ্রো মার্টিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস তাগলিয়াফিকো, অ্যাক্সেকুয়েল পালাসিওস, ওয়াল্টার বেনিতেজ, আনহেল ডি মারিয়া, নিকোলাস ওটামেন্ডি, লিওনেল মেসি, ফ্রাঙ্কো আরমানি, অ্যালান ভেলাস্কো, ব্রুনো জাপেল্লি, থিয়াগো আলমাদা ও লুকাস এসকুইভেল।

Facebook Comments Box
advertisement

Posted ৮:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]