শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘সুপার ফোরে যাওয়া এখনও সম্ভব’

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

‘সুপার ফোরে যাওয়া এখনও সম্ভব’

পর্দা উঠেছে এশিয়া কাপের ১৬তম আসরের। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই হেরেছে বাংলাদেশ দল। প্রতিপক্ষ শ্রীলংকার বিপক্ষে ৫ উইকেটে হারের তেতো স্বাদ পেয়েছে সাকিব আল হাসানের দল।

বৃহস্পতিবার শ্রীলংকার পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিকদের বিপক্ষে নামে বাংলাদেশ। এ ম্যাচে আগে ব্যাট করে ৪২.৪ ওভারে সব উইকেট হারিয়ে ১৬৪ রান সংগ্রহ করে টাইগাররা। জবাবে ৬৬ বল হাতে রেখে ৫ উইকেটের সহজ জয় পায় লংকানরা।

এই হারে আসরে টিকে থাকার সমীকরণটা বাংলাদেশের জন্য বেশ কঠিন হয়ে গেছে। অবশ্য এখনই অত দূর ভাবতে রাজি নন শান্ত। তিনি বরং আশাবাদী—বাংলাদেশ এখনো সুপার ফোরে খেলতে পারবে।

শান্ত বলেন, ‘অবশ্যই সম্ভব (সুপার ফোরে খেলা)। তবে এত দূর চিন্তা না করে আমাদের এখন পরের ম্যাচটা কীভাবে জিততে পারি, সেটা নিয়েই পরিকল্পনা করতে হবে, প্রস্তুতি নিতে হবে। আমরা ওই ম্যাচটা জেতার জন্যই খেলব। ম্যাচটা যদি জিতি, তাহলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেটা তখনই দেখা যাবে।’

লিটন দাস না থাকায় বাংলাদেশ দলের প্রথম চার ব্যাটারই ছিলেন বাঁহাতি। তবে সেটাকে কোনো সমস্যা দেখেননি শান্ত, ‘আমার মনে হয় না, এটা কোনো সমস্যা ছিল। কারণ, সবাই বাঁহাতি–ডানহাতি বোলারদের খেলার প্রস্তুতি নিয়েই আসে। আমাদের সবারই সামর্থ্য আছে যেকোনো পরিস্থিতি ও যেকোনো বোলিংয়ের বিপক্ষে ব্যাটিং করার।’

প্রসঙ্গত, আগামী ৩ সেপ্টেম্বর এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। ম্যাচটি গড়াবে পাকিস্তানের লাহোরে। সেখানে টাইগারদের প্রতিপক্ষ আফগানিস্তান।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৬ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]