শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের সঙ্গী হচ্ছেন বাবর

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সাকিবের সঙ্গী হচ্ছেন বাবর

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। সেই ধারবাহিকতায় বিশ্বের বিভিন্ন দেশেই অনুষ্ঠিত হচ্ছে টি-১০ কিংবা টি-২০ লিগগুলো। যেখানে কাড়ি কাড়ি অর্থের বিনিময়ে অংশ নিয়ে লিগগুলো মাতাচ্ছেন নামি-দামি ক্রিকেটাররা।

সম্প্রতি ইন্টারন্যাশনাল লিগ টি-২০ থেকে বড় অঙ্কের প্রস্তাব পেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু সেখানে খেলবেন না তিনি। গেল কয়েকদিন আগে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এমন খবর ছড়িয়ে পড়ে। এবার সেই খবরের সত্যতা মিলছে।

ইন্টারন্যাশনাল লিগে নয়, বাবর আজম খেলবেন বাংলাদেশ প্রিমিয়ার লিগে। আসন্ন টুর্নামেন্টে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন তিনি। যেখানে অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন টাইগার দলপতি সাকিব আল হাসান।

এরই মধ্যে বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তান অধিনায়কের সঙ্গে সরাসরি চুক্তির ইঙ্গিত দিয়েছে রংপুর রাইডার্স।

এদিকে গেল আগস্টে সাকিবকে দলে ভেড়ানোর খবর প্রকাশ করে রংপুর রাইডার্স। এবার বিদেশি ক্রিকেটার হিসেবে বাবরকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে বিদেশি ক্রিকেটার নিয়ে পোস্ট করে ফ্র্যাঞ্চাইজিটি। যেখানে ক্রিকেটারের প্রতীকী ছবি ব্যবহার করে সমর্থকদের জন্য তিনটি ক্লু দেয়।

প্রথম ক্লুতে বলা হয়েছে, ফ্র্যাঞ্চাইজিটি এমন একজন ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে যার অভিষেক হয়েছে ২০১৫ সালে। আন্তর্জাতিক ক্রিকেটে ২০১৫ সালে অভিষেক হয় বাবরের। দ্বিতীয় ক্লুতে বলা হয়, সে একমাত্র ক্রিকেটার যে নিজের প্রথম ১০০ ইনিংসে ৫ হাজারের বেশি রান করেছেন। কিছুদিন আগেই হাশিম আমলাকে ছাড়িয়ে প্রথম ১০০ ইনিংসে সবচেয়ে বেশি রান করার কীর্তি গড়েন পাকিস্তানের অধিনায়ক।

তৃতীয় ও শেষ ক্লুতে বলা হয়, সে বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে থাকা দলের অধিনায়ক। বর্তমানে ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে আছে পাকিস্তান এবং দলটির অধিনায়কও বাবর। তিনটি ক্লু মিলিয়ে দেখা যায় বাবরের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে রংপুর।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০১ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]