শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমাদের ডাক্তাররা অনেক মেধাবী: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

আমাদের ডাক্তাররা অনেক মেধাবী: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ইউরোপের ডাক্তারদের তুলনায় আমাদের দেশের ডাক্তারদের আইকিউ অনেক বেশি। আমাদের ডাক্তাররা অনেক মেধাবী। আমাদের একজন ডাক্তার ভালোভাবে রোগী দেখে যে ব্যবস্থাপত্র দিতে পারেন তা ইউরোপে কেউ পারে না।

শুক্রবার চট্টগ্রামের আগ্রাবাদে মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রাম ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, দেশের ডাক্তাররা ভালোভাবে দেখলে রোগীরা বিদেশমুখী হতেন না। অনেক রোগী জানিয়েছেন- বাংলাদেশে ডাক্তাররা ভালোভাবে কথাও বলেন না। অথচ বিদেশে ডাক্তাররা প্রয়োজনে রোগীকে আধা ঘণ্টারও বেশি সময় দেন।

তিনি আরো বলেন, মনযোগ দিয়ে পরীক্ষা না দিলে যেমন ভালো ফলাফল হয় না, তেমনি মনযোগ দিয়ে রোগী না দেখলে তো রোগও ভালো হবে না। প্রতি বছর মানুষ বিদেশে চিকিৎসা নিতে গিয়ে হাজার হাজার কোটি টাকা চলে যাচ্ছে। আমাদের ডাক্তাররা যদি আরেকটু মনযোগ দিয়ে রোগী দেখতেন, তাহলে রোগীরা আর বিদেশমুখী হতেন না।

ড. হাছান মাহমুদ বলেন, ডেঙ্গু নিয়েও বিরোধীদের অপপ্রচার শুরু হয়েছে। মনে হচ্ছে ডেঙ্গুর জন্য আওয়ামী লীগ দায়ী। ডেঙ্গু তো আওয়ামী লীগ-বিএনপি চেনে না। সরকার প্রচেষ্টা চালাচ্ছে, সবার সম্মিলিত সহযোগিতা ও সচেতনতায় আমরা ডেঙ্গু মোকাবিলা করতে পারবো।

আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে চাই। শুধুমাত্র বস্তুগত উন্নয়নের মাধ্যমে উন্নত দেশ রচনা নয়। আমরা বস্তুগত উন্নয়নের পাশাপাশি বাংলাদেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে রূপান্তর করতে চাই। এক্ষেত্রে স্বাস্থ্যসেবার সঙ্গে যুক্তদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা. মো. ইসমাইল খান, ট্রাস্টি বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মো. মোরশেদ হোসেন, অধ্যক্ষ প্রফেসর অসীম বড়ুয়া, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ম্যানেজিং ট্রাস্টি মোহাম্মদ রেজাউল করিম আজাদ।

Facebook Comments Box
advertisement

Posted ২:১২ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]