শুক্রবার ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দিনাজপুর মেডিকেলের গেটে মিলল নিখোঁজ রোগীর লাশ

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

দিনাজপুর মেডিকেলের গেটে মিলল নিখোঁজ রোগীর লাশ

দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের গেটে মিলল আমেনা খাতুন (৮০) নামে ওই হাসপাতালেই চিকিৎসাধীন নিখোঁজ এক রোগীর লাশ।

শনিবার রাত ৩টার পর হাসপাতালের বেড থেকে নিখোঁজ হয়ে যান রোগী আমেনা খাতুন। এর পর থেকে তাকে খোঁজাখুঁজির পর শনিবার সকাল ৮টায় হাসপাতালের অপারেশন থিয়েটার এবং মহিলা মেডিসিন ওয়ার্ডের মাঝখানের গেটে ড্রেনের স্লাবের ওপর তার লাশ পাওয়া যায়।

আমেনা খাতুন দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ৫নং চণ্ডীপুর ইউনিয়নের উত্তর সালন্দর (নয়াপাড়া) গ্রামের আফছার আলীর স্ত্রী। গত ৫ সেপ্টেম্বর তাকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের চতুর্থ তলার সাদা ইউনিটের ২০নং বেডে চিকিৎসাধীন ছিলেন। সঙ্গে ছিলেন আমেনা খাতুনের ছেলের বউ মোশরেবা খাতুন। হাসপাতালে চিকিৎসাধীন আমেনা খাতুনের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

হাসপাতালের সহকারী পরিচালক ডা. সারোয়ার আলম জানান, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গত ৫ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি করা হয় আমেনা খাতুনকে। তার পরিবার জানিয়েছে, আমেনা খাতুনের মানসিক সমস্যাও ছিল।

দিনাজপুর কোতোয়ালি থানার ওসি মো. ফরিদ হোসেন বলেন, ধারণা করা হচ্ছে— হাসপাতালের চারতলা থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪২ পূর্বাহ্ণ | শনিবার, ০৯ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]