রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষক হত্যা : বাবা-ছেলে কারাগারে

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

কৃষক হত্যা : বাবা-ছেলে কারাগারে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক আমিরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি বাবা আব্দুল হাই ও তার ছেলে রাকিবুল ইসলামকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার দুপুরে জামিন শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক মোছা. নাহিদ রহমান শরিফ। আসামিরা হলেন- উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের আব্দুল হাই ও তার ছেলে রাকিবুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, নিহত আমিরুল ইসলামের সঙ্গে আসামিদের নলকূপের স্কিম স্থাপন নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে সালিশি বৈঠক হয়। বৈঠকে স্কিম মালিকদের কিছু টাকা আবদুল হাইয়ের কাছে জমা রাখা হয়। কিন্তু এ টাকা তিনি স্কিম মালিকদের আর ফেরত দেননি। বিষয়টি নিয়ে কৃষক আমিরুল ইসলামসহ এলাকার কিছু মানুষ প্রতিবাদ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি আমিরুল ইসলামকে হত্যার পরিকল্পনা করেন।

চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে কৃষক আমিরুল ইসলাম গ্রামের একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় আবদুল হাই ও তার ছেলেসহ আসামিরা আমিরুলের ওপর হামলা চালায়। সেই সঙ্গে লোহার রড ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা আমিরুলকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

তার অবস্থার অবনতি হলে ঢাকায় নিউরো সায়েন্স হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ ফেব্রুয়ারি মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছেলে নাঈম প্রামানিক বাদী হয়ে আবদুল হাই ও তার ছেলে রাকিবুল ইসলামসহ ১২ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন।

উল্লাপাড়া আমলি আদালতের জেনারেল রেজিস্ট্রার অফিসার (জিআরও) জুয়েল রানা বলেন, দুপুরে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৩৪ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]