রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত

ঝালকাঠির নলছিটিতে বেড়েছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। সড়ক ও বিভিন্ন স্থানের লোকালয়ে কুকুরের অতিরিক্ত আনাগোনা বৃদ্ধি পাওয়ায় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন পথচারী ও বাসিন্দারা। এরমধ্যে কিছু কুকুর রোগাক্রান্ত। আর কুকুরের এসব রোগ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ার আশঙ্কা করেছেন স্থানীয়রা।

অন্যদিকে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.শিউলি পারভীন জানান, কয়েকমাস ধরে সরবরাহ নেই কুকুরের কামড়ের চিকিৎসায় ব্যবহৃত ভ্যাকসিন।

নলছিটিতে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মনির হোসেন জানান, সড়কের মাঝখানে একসঙ্গে ১০-১২টি কুকুর ঘুরে বেড়ায়। এতে অনেক সময় মোটরসাইকেল চালাতে বেগ পেতে হয়। আবার হর্ন দিলে তারা এদিক সেদিক দৌঁড় দেয়। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ঘটার সম্ভাবনা থাকে। অনেক চালক কুকুরের কারণে মারাত্মক সব দুর্ঘটনার শিকার হয়েছেন।

পৌর এলাকার বাসিন্দা হুমায়ুন আহমেদ বলেন, হঠাৎ নলছিটিতে বেড়ে গেছে বেওয়ারিশ কুকুর। এসব কুকুর দলবেধে বিভিন্ন সড়কে ঘোরাফেরা করছে। ফলে অনেক অভিভাবক তাদের সন্তানদের স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকেন। কর্তৃপক্ষের উচিত এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেয়া।

নলছিটি পৌর মেয়র আ. ওয়াহেদ খান বলেন, আমাদের কুকুর নিধনের কোনো নির্দেশনা নেই। তাই এ ব্যাপারে কিছু করতে পারবে না পৌর কর্তৃপক্ষ। তবে যেহেতু সাধারণ লোকজনের সমস্যা হচ্ছে তাই বিষয়টা যথাযথ কর্তৃপক্ষকে জানানো হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৩৩ পূর্বাহ্ণ | সোমবার, ১১ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]