রবিবার ১২ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানের সাবেক ক্রিকেটারের ১২ বছরের জেল

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

পাকিস্তানের সাবেক ক্রিকেটারের ১২ বছরের জেল

নেদারল্যান্ডসের চরমপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্সকে খুনের হুমকি দেয়ার অভিয়োগে পাকিস্তানের অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ লতিফের ১২ বছরের জেল দিয়েছেন নেদারল্যান্ডসের একটি আদালত।

জানা যায়, পাকিস্তানের সাবেক এ ক্রিকেটার ২০১০ সালের এশিয়ান গেমসে পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ২০০৪ সালে বাংলাদেশে আয়োজিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। ২০১০ সালে আয়োজিত এশিয়ান গেমসেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছিলেন লতিফ।

২০১৮ সালে সামাজিক যোগাযাযোগমাধ্যমে পোস্ট করা এক ভিডিও কারণেই এমন সাজার মুখে পড়তে হয়েছে তাকে। নেদারল্যান্ডসের চরমপন্থি নেতা গির্ট ওয়াইল্ডার্স হজরত মুহাম্মদ (স.)-এর ব্যঙ্গচিত্রের একটি প্রতিযোগিতা করতে চেয়েছিলেন। পরে অবশ্য সে পরিকল্পনা থেকে সরে এসেছিলেন তিনি। সেই সময় লতিফ একটি অনলাইন ভিডিওতে ওয়াইল্ডার্সের মাথার জন্য ২১ হাজার ইউরো পুরস্কারের ঘোষণা করেন। ওয়াইল্ডার্সের বিরুদ্ধে লতিফের এমন ক্ষুব্ধ হওয়ার কারণ ছিল ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়া।

তখন নেদারল্যান্ডসে রাজনীতিবিদ, স্থানীয় মিডিয়া এবং সাধারণ নাগরিকরা এ বিষয়টিকে মুসলমানদের বিরুদ্ধাচারণ বলে নিন্দা জানিয়েছিলেন। এদিকে ডাচ কর্তৃপক্ষ লতিফকে এ মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য চেষ্টা করলেও পাকিস্তান থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

ডাচ বিচারক ভারবেক বলেছেন, লতিফের ভিডিওটি কেবল ব্যক্তিগতভাবে ওয়াইল্ডার্সের ওপর আক্রমণ নয়, নেদারল্যান্ডসে বাকস্বাধীনতার ধারণার ওপরও। তাই লতিফের ১২ বছরে জেল দিয়েছে ওই বিচারক।

Facebook Comments Box
advertisement

Posted ৮:০০ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]