শনিবার ১১ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৭৮ জন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

মানিকগঞ্জে একদিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৭৮ জন

মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১৭৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার ৪৯৮ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আল-আমিন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, মানিকগঞ্জে চলতি বছরের জানুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাসের ১৪ তারিখ পর্যন্ত ডেঙ্গুরোগীর সংখ্যা চার হাজার ৪৯৮ জন। এরমধ্যে ৫১২ জন জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৭৮ জনের মধ্যে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬৯ জন। এরমধ্যে জেলা সদর হাসপাতালে ৪৬ জন, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ৬০ জন, মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন, সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন, ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, হরিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন এবং শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬৩ জন।

জেলা সিভিল সার্জন ডা. মোয়াজ্জেম আলী খান বলেন, ডেঙ্গুরোধে সচেতনতা জরুরি। মানুষ সচেতন না হলে, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যাবে না। জেলার সরকারি হাসপাতালগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গুরোগীদের প্রতি বিশেষ গুরুত্ব দিতে। এছাড়া ঘুমানোর সময় নিয়মিত মশারি ব্যবহার ও বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানান তিনি।

Facebook Comments Box
advertisement

Posted ২:১৬ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]