সোমবার ১৩ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন টিম ম্যানেজার নিয়ে বিশ্বকাপে যাবে টাইগাররা

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ | প্রিন্ট

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইনজুরি ইস্যুতে বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিম ইকবালের। কিন্তু নাটকীয়ভাবে শেষ মুহূর্তে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

বিশ্বকাপে অংশ নিতে বুধবার বিকেলে ভারতের গৌহাটির উদ্দেশে দেশ ছাড়বে টাইগাররা। যেখানে থাকবেন টাইগারদের নতুন টিম ম্যানেজার।

ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে বাংলাদেশ দলের টিম ম্যানেজারের দায়িত্ব দেয়া হচ্ছে রাবিদ ইমামকে। বিসিবি সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

রাবিদ ইমাম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া ম্যানেজারের দায়িত্বে পালন করছেন। বিশ্বকাপে মিডিয়া ম্যানেজারের পাশাপাশি টিম ম্যানেজারের দায়িত্বও পালন করবেন তিনি। এর আগেও দলের টিম ম্যানেজারের ভূমিকায় ছিলেন তিনি।

গত বছরের টি-২০ বিশ্বকাপের পর টিম ম্যানেজারের পদ ছেড়ে দেন সাব্বির খান। এরপর টিম ম্যানেজার করা হয় সাবেক ক্রিকেটার ও তামিম ইকবালের বড় ভাই নাফীস ইকবালকে। এরপর থেকে ওই দায়িত্বে ছিলেন তিনি।

মঙ্গলবার বিসিবি তাকে টিম ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেয়। সাকিব আল হাসানের চাওয়াতে বিসিবি তাকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে বলে জানা গেছে। দলের টিম ম্যানেজার থাকছেন না জানার পর বাংলাদেশ-নিউজিল্যান্ডের তৃতীয় ম্যাচ চলাকালে নাফীস দল ছেড়ে চলে যান।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৬ পূর্বাহ্ণ | বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]