শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব!

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

২০৩৪ ফুটবল বিশ্বকাপের আয়োজক সৌদি আরব!

আনুষ্ঠানিকভাবে ২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপ আয়োজনে আগ্রহের বিষয়টি জানিয়েছে সৌদি আরব। সৌদি অ্যারাবিয়ান ফুটবল ফেডারেশন (এসএএসএফ) বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান পরিবর্তনের লক্ষ্যে বিশ্বকাপ আয়োজনের আগ্রহ প্রকাশ করে সৌদি আরব। সে লক্ষ্যেই সৌদির ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিশ্বকাপের আয়োজক হওয়ার প্রতিদ্বন্দ্বিতায় নামার সিদ্ধান্ত গ্রহণ করে।

গেল পাঁচ বছরে প্রায় ৫০টির মতো আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে আয়োজন করে আলোচিত হয় সৌদি আরব। সেসব ইভেন্টের মধ্যে রয়েছে ফুটবল, মোটরস্পোর্টস, টেনিস, ঘোড় দৌড়, এস্পোর্টস এবং গলফ।

খেলাধুলার প্রতি তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে বিশ্বকাপ আয়োজন করতে তেল সমৃদ্ধ দেশটি উঠেপড়ে লেগেছে। বিষয়টি নিয়ে কথা বলেছেন সৌদি আরবের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির ক্রীড়া মন্ত্রী এবং সভাপতি প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল।

তিনি বলেন, ‘২০৩৪ সালে ফিফা বিশ্বকাপের আয়োজন করতে পারলে সেটি আমাদেরকে বিশ্ব ক্রীড়াঙ্গনে শীর্ষস্থানীয় দেশ হিসেবে স্থান পেতে সাহায্য করবে। দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক হিসেবে চিহ্নিত হবে।’

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]