শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কিছুই অসম্ভব না, বাকি ছয়টা ম্যাচই জিততে পারি: মোস্তাফিজুর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

কিছুই অসম্ভব না, বাকি ছয়টা ম্যাচই জিততে পারি: মোস্তাফিজুর

পুরো বিশ্বকাপজুড়ে এখনো পর্যন্ত একবারও গণমাধ্যমের মুখোমুখি হননি অধিনায়ক সাকিব আল হাসান। নিউজিল্যান্ডের কাছে হারের পর প্রায় ১৫ মিনিট অপেক্ষায় রাখার পর মিক্সড জোনে আসেন মোস্তাফিজুর রহমান।

বিশ্বকাপের প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে বাংলাদেশ। সামনেও কঠিন প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা। টুর্নামেন্টে এখন বাংলাদেশের অবস্থান কোথায়? মোস্তাফিজের উত্তর, কোনো কিছুই অসম্ভব না। আমরাতো ছয় ম্যাচের ছয়টাই জিততে পারি।

দলের ভেতর কী আলাপ হচ্ছে, মোস্তাফিজের কাছে এমন প্রশ্নে তিনি বলেন, আমরা ভালো করার উপায় খুঁজছি। নিজেরা কথাবার্তা বলছিলাম কী করলে ভালো কিছু হবে।

নিউজিল্যান্ডের বিপক্ষে কেবল ২৪৫ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। কিউইরা ঐ রান তাড়া করে যায় ৪৩ বল হাতে রেখে। বোলাররা শুরুটা ভালো করলেও নিতে পারেন কেবল দুই উইকেট। মোস্তাফিজ বলেন, আমরা পেসাররা শুরুটা ভালো করেছিলাম। আমাদের যদি আরো ৩০ রান বেশি হতো তাহলে আরো সুযোগ থাকতো। ওরা আরেকটু ঝুঁকি নিয়ে খেলতো। অন্তত ২৮০ এর মতো হলে ভালো কিছু হতো।

ক্যাচ মিস নিয়ে মোস্তাফিজ বলেন, যেটা উইকেট হয়নি, সেটাতো দুর্ভাগ্য বলে লাভ নেই। উইকেট ওরকম ছিল যারা ভালো জায়গায় বোলিং করেছে, তারা সফল হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]