শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

উখিয়ায় অস্ত্র-গুলিসহ রোহিঙ্গা নারী গ্রেফতার

কক্সবাজারের উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদসহ এক রোহিঙ্গা নারীকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

গ্রেফতারকৃত ইয়াসমিন আক্তার (২৭) উখিয়ায় ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ব্লক সি/৫-এর আনসার উল্লাহর স্ত্রী।

এপিবিএন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিক্তিতে এপিবিএনের একাধিক টিম ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ও পার্শ্ববর্তী এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের সঙ্গে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এরপর ৪ নম্বর ক্যাম্পের ব্লক সি/৫-তে অবস্থিত আনসার উল্লাহর বসতঘর হতে একটি একনলা বন্দুক, ৩টি ওয়ান শুটারগান, ৫ রাউন্ড রাইফেলের গুলিসহ আনসার উল্লাহর স্ত্রী ইয়াসমিন আক্তারকে গ্রেফতার করা হয়। এ সময় রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা ৪ রাউন্ড শর্টগানের কার্তুজ ফায়ার করে।

এতে কোনো পক্ষের কারো ক্ষয়ক্ষতি হয়নি। এ ব্যাপারে এপিবিএন পুলিশ বাদী হয়ে রোহিঙ্গা ইয়াসমিনকে প্রধান আসামি করে ১৪ এপিবিএনের সহ-অধিনায়ক মো. সাইফুজ্জামান বাদী হয়ে অজ্ঞাত ১০/১৫ জনের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন এপিবিএন ১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল।

Facebook Comments Box
advertisement

Posted ৩:০১ পূর্বাহ্ণ | শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]