শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

সারা পৃথিবী দেখেছে শনিবার কী নৈরাজ্য হয়ে গেলো: মেয়র আইভী

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ | প্রিন্ট

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা সেলিনা হায়াৎ আইভি বলেছেন, শুধু দেশবাসী নয়, সারা পৃথিবী দেখেছে গতকাল শনিবার কী নৈরাজ্য হয়ে গেলো। আমরা জানি এই মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্রে আওয়ামী লীগ আক্রান্ত। যখনই নির্বাচন আসে তখনই একটি গোষ্ঠী দেশের ভেতরে ও বাইরে ষড়যন্ত্র করে কীভাবে আওয়ামী লীগকে হঠানো যায়।

রোববার দুপুর ১২টায় শহরের দুই নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ আয়োজনে অফিসের সামনে শান্তি সমাবেশে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, আওয়ামী লীগ গত ১৫ বছর যে উন্নয়ন করেছে এবং বাংলাদেশকে সারাবিশ্বের কাছে তুলে ধরেছে আমার মনে হয় না অতীতে কোনো দল এটা করতে পেরেছে। তাই ঈর্ষা থেকে জাতীয় আন্তর্জাতিকভাবে এই ষড়যন্ত্র করছে। আমাদের শান্তিপূর্ণভাবে ওদের রুখে দিতে হবে।

তিনি বলেন, সারাবিশ্ব দেখেছে যখন ফিলিস্তিনে ধ্বংসযজ্ঞ হয় তখন মানবাধিকার নিয়ে কথা হয় না। আমাদের নেত্রী সাহসিকতার সঙ্গে কথা বলেছেন। সেখানে বিএনপি ফিলিস্তিনের পক্ষে একবারও দাঁড়ায়নি, কথা বলেনি। জামায়াতের সবার আগে দাঁড়ানো উচিত ছিল। তারাও দাঁড়ায়নি। মানবাধিকার শুধু বাংলাদেশের জন্য আর অন্যদের জন্য না এটা হতে পারে না। পরিস্থিতি ঘোলা করা যাবে না। মানুষের কল্যাণে কাজ করতে হবে। শেখ হাসিনার পদক্ষেপ তুলে ধরতে হবে। এমন কোনো খাত নেই যেখানে এ সরকার কাজ করেনি।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা ১৪ দলের সমন্বয়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, জেলা যুবলীগের সভাপতি আব্দুর কাদির, শহর যুবলীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জ্বল, মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এস এম আহসান হাবিব, সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাতসহ সহযোগী সংগঠনের নেতারা।

Facebook Comments Box
advertisement

Posted ৩:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ৩০ অক্টোবর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]