শনিবার ১৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত

প্রথমবারের মতো এককভাবে বিশ্বকাপ আয়োজন করেছে ভারত। দেশটির ১০ শহরের দশ ভেন্যুতে চলছে ক্রিকেটের মহাযজ্ঞ। আগামী সোমবার (৬ নভেম্বর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। এ ম্যাচের আগে নতুন সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ ও শ্রীলংকা ম্যাচের মাঝে কোনো প্রকার আলোক প্রদর্শনী দেখা যাবে না। এমনটাই জানিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। শুধু বাংলাদেশ-শ্রীলংকা ম্যাচই নয়, আগামীকাল মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-শ্রীলংকা ম্যাচেও দেখা যাবে না আলোক প্রদর্শনী।

মুম্বাইয়ের হাইকোর্ট শহরের বায়ুদূষণ রোধে ব্যবস্থা নেয়ার পর সংস্থাটি এই ঘোষণা দিয়েছে। আলোক প্রদর্শনীতে ‘বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে’ বলে মনে করছে বিসিসিআই। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ।

তিনি বলেছেন, ‘আইসিসিতে ব্যাপারটি আমি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছিলাম। মুম্বাই ও দিল্লিতে কোনো আলোক প্রদর্শনী হবে না। এতে বায়ুদূষণের মাত্রা বেড়ে যেতে পারে। পরিবেশগত ব্যাপার নিয়ে লড়াইয়ে বোর্ড সব সময়ই প্রতিশ্রুতিবদ্ধ।’

জয় শাহ আরো বলেন, ‘মুম্বাই ও দিল্লির বায়ুদূষণ নিয়ে জরুরি ব্যবস্থা বিসিসিআইও নিতে চায়। আমরা আইসিসি বিশ্বকাপ আয়োজন করছি, সেটি তো ক্রিকেটেরই উৎসব। কিন্তু এর পাশাপাশি আমরা সবার স্বাস্থ্য ও নিরাপত্তাও নিশ্চিত করতে চাই।’

Facebook Comments Box
advertisement

Posted ৯:১৫ পূর্বাহ্ণ | বুধবার, ০১ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]