শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিদেশফেরত নারী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা জরুরি: মানবাধিকার চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক   |   শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

বিদেশফেরত নারী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা জরুরি: মানবাধিকার চেয়ারম্যান

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেছেন, বিদেশ ফেরত নারী শ্রমিকদের পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া জরুরি।

বিদেশ যেতে আগ্রহী এবং বিদেশ ফেরত নারী অভিবাসী শ্রমিক বিষয়ক অনলাইন সভায় বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নারী অভিবাসীরা পরিবারের সচ্ছলতা আনার উদ্দেশ্যে অনেক কষ্ট সহ্য করে বিদেশে যান। সেখানে গিয়ে অনেক সময় তাদেরকে নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে দেশে ফেরত আসতে হয়। পরিবারের লোকেরাও তাদের অবহেলা করে। সম্প্রতি বহু প্রবাসী নারী শ্রমিকের লাশ আসছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এধরনের পরিস্থিতি যাতে না হয় সেজন্য আমাদেরকে ব্যাপক পরিসরে বিষয়ভিত্তিক উদ্যোগ নিতে হবে। নৈতিক নিয়োগ বা ইথিক্যাল রিক্রুটমেন্টের ওপর জোর দিতে হবে। গ্লোবাল ফোরাম অফ মাইগ্রেশন এর মাধ্যমে ডায়লগ আয়োজন করতে হবে।

সভায় বিদেশ ফেরত অভিবাসীদের কেয়ারগিভার হিসেবে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া, ‘আমি প্রবাসী’ অ্যাপে রেজিস্ট্রেশন করার ব্যাপারে প্রবাসীদের সচেতন করা, নিজেরা যাতে নিরাপদ অভিবাসনে সচেতন হোন সেটা নিশ্চিত করা, সোশ্যাল কস্ট অব মাইগ্রেশনের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করা, যেসব দেশে অভিবাসীরা যাচ্ছে সেসব দেশের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিবর্তে দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর, নিরাপদ অভিবাসনের ওপর সচেতনতা তৈরির জন্য অভিবাসন টিভি চ্যানেল চালু করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. সেলিম রেজা।
সভায়, সভাপতিত্ব করেন অধ্যাপক ড ইশরাত শামীম, সভাপতি, সেন্টার ফর উইমেন এন্ড চিলড্রেন স্টাডিজ; নারী অভিবাসীদের নিরাপদ অভিবাসনে করণীয় শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন অ্যাডভোকেট ফরিদা ইয়াসমিন।
Facebook Comments Box
advertisement

Posted ১০:১৯ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]