শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

খেলায় ফেরার প্রসঙ্গে যা বললেন তামিম

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ০৪ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

খেলায় ফেরার প্রসঙ্গে যা বললেন তামিম

বিশ্বকাপের আগে নাটকীয়ভাবে দল থেকে বাদ পড়েন তামিম ইকবাল। তবে দেশসেরা ওপেনারকে ছাড়া বিশ্বমঞ্চে ভালো করতে পারছে না বাংলাদেশ জাতীয় দল। ফলে আবারও তাকে জাতীয় দলে ফেরানোর দাবি জোরালো হয়েছে।

অবশেষে এ বিষয়ে মুখ খুলেছেন তামিম। তিনি বলেন, আমি খেলি না খেলি বাংলাদেশকে সমর্থন করা উচিত।

শুক্রবার (৩ নভেম্বর) রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে দেশের শীর্ষস্থানীয় একটি গণমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন ৩৪ বছর বয়সী ক্রিকেটার।

এবারের বিশ্বকাপে ভয়াবহ বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ৭ ম্যাচের ৬টিতেই হেরে সবার আগে বিদায় নিয়েছে তারা। এর আগে আর কোনো আসরে টানা এত ম্যাচ হারের লজ্জায় ডোবেনি টাইগাররা। এমন সময় দলের পাশে দাঁড়িয়েছেন তামিম।

তিনি বলেন, একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। সেখানে ১৫টি ছেলে গেছে। তারা সাধ্যমতো চেষ্টা করছে। কিন্তু হয়তো পারছে না। এতে তাদের পরিবারের ওপর প্রভাব পড়ছে। আসলে তারাও মানুষ। তাই আমি খেলি বা না খেলি, ওদের সমর্থন করা উচিত।

বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্টেও (এনসিএল) খেলছেন না তামিম। তাহলে কী ক্রিকেট থেকেই বিদায় নিয়েছেন তিনি। এমন প্রশ্নও ঘুরেফিরে আসছে।

জবাবে ড্যাশিং ওপেনার বলেন, ভবিষ্যতে খেলব কিনা আমি জানি না। যদি খেলি তাহলে অবশ্যই আমাকে মাঠে দেখবেন। আর যদি না খেলি তাহলে একই। সবাই আমার জন্য দোয়া করবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৪৪ পূর্বাহ্ণ | শনিবার, ০৪ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]