মঙ্গলবার ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় বিসিকে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ০৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

বগুড়ায় বিসিকে ৫ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু

বগুড়ায় পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের ৩য় ব্যাচের প্রশিক্ষণ শুরু হয়েছে। জেলা বিসিক কার্যালয় এ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।

রোববার সকাল ১০টায় বিসিক কার্যালয়ে প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আল মারুফ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিসিকের এই প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আপনারা একটা পথ পাবেন। যে পথ আপনাকে একজন সফল উদ্যোক্তা তৈরিতে এগিয়ে নেবে। সবকিছুর শুরুটা করতে হবে পজিটিভভাবে। নিজের সক্ষমতার ওপর নির্ভর করে কাজ শুরু করতে হবে। পৃথিবীর সব বিষয় এখন প্রায় হাতের মুঠোতে। গুগল বা ইউটিউবে সার্চ দিয়ে যেকোনো বিষয় সম্পর্কে জানা যায় খুব সহজেই। উদ্যোক্তাকে তার কাজকে সন্তানের মতো লেগে থাকতে পারলে একজন সফল উদ্যোক্তা হওয়া সম্ভব।

তিনি বলেন, প্রথম অবস্থায় লাভের চিন্তা না করে কাজ শুরু করতে হবে। কাজের মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে হবে। সময়টাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। তাহলে শুরু করা ছোট কাজটিও একদিন অনেক বড় হয়ে প্রকাশ পাবে। আর সফল হতে হলে সময় ও পরিশ্রম করতে হবে। নইলে সফল হওয়া যাবে না, নিজের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না। তাই শ্রম দিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক এ কে এম মাহফুজার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আজিজার রহমান মিল্টন, বগুড়া মোসলেমিয়া ওয়্যার এন্ড ওয়্যার নেইল ইন্ডাষ্ট্রিজ এর স্বত্বাধিকারী রবসন কামাল। স্বাগত বক্তব্য দেন বিসিক বগুড়া জেলা কার্যালয়ের উপব্যবস্থাপক জিন্নাত আরা।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]