শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যে বেদনা এখনো ভুলতে পারছেন না আফগান অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১১ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

যে বেদনা এখনো ভুলতে পারছেন না আফগান অধিনায়ক

আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদি অস্ট্রেলিয়ার বিপক্ষে বেদনাদায়ক হারের ক্ষত এখনো ভুলতে পারছেন না। ৯১ রানে অজিদের ৭ উইকেট নেওয়ার পরও গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ইনিংসের কাছে পরাজয় বরণ করে নিতে হয় তাদের।

প্রোটিয়াদের বিপক্ষে পাঁচ উইকেটে হেরে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে আফগানিস্তানের। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে শহিদি বলেন, ‘আমরা বড় দলের বিপক্ষে খেলেছি এবং শেষ পর্যন্ত লড়াই করেছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটা আমাদের হাতে ছিল কিন্তু এটা খুব বেদনাদায়ক আমাদের জন্য জিততে না পারাটা’।

চার জয়ে বিশ্বকাপ শেষ করায় খুশি আফগান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি দলের পারফরম্যান্সে খুশি। আমরা প্রতিটা ম্যাচেই শেষ পর্যন্ত লড়াই করেছি। ভবিষ্যতের জন্য এটা ভালো দিক। আমাদের ব্যাটাররাও দারুণ খেলেছে। আমরা টুর্নামেন্টের আগে ছন্দে ছিলাম না। এরপরেই আমরা বসে নিজেদের দুর্বলতাগুলো কাটিয়ে ওঠার চেষ্টা করেছি’।

এতদিন আফগানদের সবাই স্পিন ফ্রেন্ডলি দল হিসেবেই জানতো। কিন্তু এবারের বিশ্বকাপে ব্যাটিংটাও ভালো করছে তারা। ‘আমাদের সবাই জানতো আমরা স্পিনে ভালো। এবার আমরা ব্যাটিংয়েও যে ভালো করি তা দেখিয়েছি।’

Facebook Comments Box
advertisement

Posted ২:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১১ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]