শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

বিমানের ঢাকা–চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

বিমানের ঢাকা–চেন্নাই সরাসরি ফ্লাইট শুরু ১৬ ডিসেম্বর

বিমান বাংলাদেশ এয়ারলাইনস আগামী ১৬ ডিসেম্বর থেকে দক্ষিণ ভারতের শহর চেন্নাইতে সরাসরি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বাংলাদেশিদের চিকিৎসা সেবার সুবিধার্থে এ নেয়া হয়েছে বলে বিমানের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম বলেন, এটি বাংলাদেশি নাগরিকদের ভারতে যাওয়ার জন্য একটি অত্যন্ত ব্যস্ত রুট, আর এ কারণেই আমরা ঢাকা–চেন্নাই–ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছি। ফ্লাইটটি সোম, বৃহস্পতি ও শনিবার পরিচালিত হবে।

বিমানের প্রধান বলেন, বিমান সম্প্রতি জাপানের নারিতাতেও সরাসরি ফ্লাইট শুরু করেছে। এ ছাড়া চীনের গুয়াংজুতে পুনরায় ফ্লাইট পরিচালনা শুরু করেছে। আগামী মাসের মধ্যে ঢাকা–গুয়াংজু–ঢাকা ফ্লাইটকে সপ্তাহে তিনটি থেকে বাড়িয়ে পাঁচটি ফ্লাইট করব।

আগামীকাল রোববার থেকে বিমান ঢাকা–চেন্নাই ফ্লাইটের টিকিট বিক্রি শুরু করবে বলে জানিয়েছেন এয়ারলাইনসের পরিচালক মার্কেটিং অ্যান্ড সেলস (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সালাহউদ্দিন।

বর্তমানে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ারলাইনস ঢাকা–চেন্নাই–ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫১ অপরাহ্ণ | শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]