শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

আজ ২৩ নভেম্বর, বৃহস্পতিবার কোথায় কী?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

আজ ২৩ নভেম্বর, বৃহস্পতিবার কোথায় কী?

রাজধানী ঢাকাসহ সারাদেশে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে থাকে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। আর তাই আজ ২৩ নভেম্বর (বৃহস্পতিবার) উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী রয়েছে, তা জেনে নিতে পারেন।

তো আর দেরি নয়; এবার চলুন জেনে নিই- আজ ২৩ নভেম্বর, বৃহস্পতিবার কোথায় কী?

প্রধানমন্ত্রীর কর্মসূচি: বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ১০টায় তেজগাওঁয়ে আওয়ামী লীগের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে।

প্রাণিসম্পদমন্ত্রীর কর্মসূচি: অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ, ২০২৩ উপলক্ষে প্রাণিসম্পদ অধিদফতর আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম। সকাল সাড়ে ১০টায় ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) মিলনায়তনে এ সেমিনার হবে।

তথ্যমন্ত্রীর কর্মসূচি: সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বেলা পৌনে ১১টায় কাকরাইলে তথ্য ভবন মিলনায়তন এ চেক বিতরণ করা হবে।

জাসদের কর্মসূচি: বেলা ১১টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) পার্লামেন্টারি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। দলের মনোনয়ন প্রত্যাশীদের আবেদন যাচাই-বাছাই, প্রয়োজনে প্রার্থীদের সাক্ষাৎকার নিয়ে মনোনয়ন বোর্ড দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। মনোনয়ন বোর্ডের সভায় সভাপতিত্ব করবেন দলীয় সভাপতি ও মনোনয়ন বোর্ডের সভাপতি হাসানুল হক ইনু।

যুবলীগের কর্মসূচি: বিএনপি-জামায়াতের অবরোধের নামে অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে যুবলীগ। বেলা ১১টায় গাবতলীতে বেড়িবাঁধের মোড়ে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে নেতৃত্ব দেবেন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।

বিএসএমএমইউতে কর্মসূচি: জেনোমিক্স এট মাল্টিডিসিপ্লিনারি ক্লিনিক্যাল প্র্যাকটিস বিষয়ক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিলন হলে এ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বেবিচকের কর্মসূচি: সিভিল এভিয়েশন একাডেমির উদ্যোগে সম্পাদিত আইসিএও গভর্নমেন্ট সেফটি ইনসপেক্টর-এয়ারওয়র্থিনেস কোর্স; আইসিএও বিহ্যাভিয়র ডিটেকশন কোর্সসহ কয়েকটি ন্যাশনাল প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দুপুর পৌনে ৩টায় কুর্মিটোলায় সিএএবি’র সদর দফতরে এ অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

Facebook Comments Box
advertisement

Posted ৪:১২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]