শুক্রবার ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট

জয়পুরহাটে ক্ষুদ্র উদ্যোগে পণ্যের মান উন্নয়ন, ব্র্যান্ডিং এবং ই-কমার্স ভিত্তিক বিপণন বিষয়ক দুই দিনব্যাপী উদ্যোক্তা মেলা শনিবার শেষ হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে জাকস ফাউন্ডেশনের মাঠে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে জাকস ফাউন্ডেশনের আয়োজনে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার কে এম এ মামুন খান চিশতি।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ প্রশিক্ষণ কর্মকর্তা ডা. খুরশিদ আলম, জাকস ফাউন্ডেশনের এর নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু, উপ-নির্বাহী পরিচালক আবুল বাশার,

মেলায় কৃষিপণ্য, মাছ, মাংস, সবজি, মিঠাই ও মিষ্টান্ন, কারুপণ্য, কৃষিজ সার, বীজ, কীটনাশক, পিঠা-পায়েস, গাছের এবং সবজি চারাসহ নানান পণ্যের ৪০টি স্টল অংশ নিয়েছে।

মেলায় অংশ নেয়া ‘নাড়ু এবং মোয়া’ স্টলের মালিক উদ্যোক্তা স্মৃতি, ‘রিসাইকেলড প্রোডাক্ট’ স্টলের মালিক ঝরনা বেগম, ‘সীমাস কিচেন এন্ড হ্যান্ডিক্রাফট’ এর উদ্যোক্তা সীমানা জানান, তারা ক্ষুদ্রভাবে পণ্য তৈরি ও বিক্রি করলেও মেলায় এসে বেচাকেনা যেমন বেড়েছে, তেমনি পরিচিতিও বাড়ছে।

সবজি বিক্রেতা শাহীন জানান, বাজারে দোকানের থেকেও মেলায় বেচাকেনা বেশি এবং অর্গানিক পন্য বিক্রি করায় ক্রেতাদের চাহিদা বেশি। দুইদিনে প্রায় দুই লাখ টাকার সবজি বিক্রি করেছেন বলে জানান তিনি।

মেলায় ঘুরতে আসা আশালতা, তুহিনা আকতার, শিশির মন্ডল, কনক আকতার জানান, বিভিন্ন ধরনের মেলা দেখা যায়। কিন্তু ক্ষুদ্র উদ্যোক্তারা সরাসরি তাদের পণ্য প্রদর্শনী ও বিক্রি করতে পারছেন দেখে ভাল লাগছে।

জাকস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নুরুল আমিন দুদু জানান, ক্ষুদ্র উদ্যোক্তারা কী ধরনের পণ্য উৎপাদন করছে, সাধারণ ক্রেতাদের মাঝে কতটা চাহিদা সৃষ্টি করেছে এবং তারা কতটা সফল হয়েছে- তারই অংশ হিসেবে এ মেলার আয়োজন। সফল হওয়ায় এ ধরনের মেলা প্রতি বছর আয়োজন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৩৩ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ নভেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]