মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রেম করছেন সেলেনা গোমেজ, উসকে দিলেন বিয়ের গুঞ্জন!

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

মার্কিন গায়িকা সেলেনা গোমেজদ। জীবনে প্রেম-সম্পর্ক একাধিকবার এসেছে তার। তবে জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্কের গল্প ছিল সবচেয়ে আলোচিত। যদিও সেই সম্পর্ক ভেঙে গেছে। বিবার বিয়ে করে নিয়েছেন হেইলি ব্যাল্ডউইনকে। অন্যদিকে সেলেনা ছিলেন একা। তবে সেই একা জীবনে ফের ভালোবাসার রঙ লেগেছে। আর এই সম্পর্ককে নিজের ‘জীবনের সেরা ঘটনা’ বলেও মনে করছেন সেলেনা গোমেজ।

কিছু দিন ধরেই সেলেনার প্রেম নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছিল। এবার তিনি নিজেই সেটার সত্যতা নিশ্চিত করলেন। মিউজিক প্রোডিউসার বেনি ব্লাঙ্কোর সঙ্গেই তার জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে। তারা ২০১৫ সাল থেকে একসঙ্গে একাধিক গানে কাজ করেছেন।

সেলেনা ও ব্লাঙ্কোর প্রেম গুঞ্জন নিয়ে পোস্ট দেয় ‘পপফিকশনস’ নামের একটি ইনস্টাগ্রাম পেজ। সেখানে খোদ গায়িকা মন্তব্য করে বসেন, ‘ফ্যাক্টস’; অর্থাৎ যেটা রটেছে, সেটা স্রেফ গুঞ্জন নয়; সত্য।

শুধু তাই নয়, ভক্তদের মন্তব্যের জবাবে বেনি ব্লাঙ্কো সম্পর্কে সেলেনা বলেছেন, ‘সে আমার হৃদয়ের সবকিছু। এবং আমার জীবনে হওয়া সবচেয়ে ভালো ঘটনা এটা। আমার সঙ্গে ও এই পৃথিবীতে অন্য সবার চেয়ে ভালো আচরণ করেছে।’

 

এখানেই শেষ নয়, পরোক্ষভাবে পুরনো প্রেমিকের প্রসঙ্গ টেনে সেলেনা গোমেজ বলেছেন, ‘আমি যাদের সঙ্গে থেকেছি, সম্পর্কে জড়িয়েছি, সবার চেয়ে ও ভালো।’

প্রেম গুঞ্জনে সিলমোহর দেওয়ার পর আরও একটি গুঞ্জন উসকে দিলেন সেলেনা গোমেজ। সেটা বাগদানের। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন গায়িকা। যেখানে দেখা যায়, তার হাতের অনামিকা আঙুলে একটি আংটি; যে আংটিতে রয়েছে ইংরেজি অক্ষর ‘বি’। অনেকেই মনে করছেন, এই ‘বি’ এসেছে বেনি ব্লাঙ্কোর নাম থেকে। তবে কি তারা বাগদান সেরে বিয়ের পথে হাঁটছেন? প্রশ্নটা ঘুরছে নেটিজেনদের মনে।

পিপল ম্যাগাজিনের একটি প্রতিবেদন থেকে জানা গেলো, গেলো শূন্য দশকের শেষ দিকে সংগীত প্রযোজক হিসেবে কাজ শুরু করেন বেনি ব্লাঙ্কো। বেশ কিছু হিট গান রয়েছে তার ঝুলিতে। তবে মূল শিল্পী হিসেবে ‘ইস্টসাইড’ গান দিয়ে ২০১৮ সালে অভিষেক হয় তার। এড শিরান, কেটি পেরি, ব্রিটনি স্পিয়ারস, রিয়ানার মতো তারকার সঙ্গেও কাজ করেছেন ব্লাঙ্কো।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৭ পূর্বাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]