মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ের মাটিতে আয়ারল্যান্ডের ইতিহাস

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

জিম্বাবুয়ের মাটিতে ইতিহাস গড়ে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ শিরোপা ঘরে তুলেছে আয়ারল্যান্ড। তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-২০তে স্বাগতিকদের ৬ উইকেটে হারিয়েছে আইরিশরা। এতে ১-২ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করে আইরিশরা।

রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। জবাবে ব্যাট করতে নেমে ৮ বল ও ৬ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

এদিন নিষেধাজ্ঞার কারণে মাঠে ছিলেন সিকান্দার রাজা। তার পরিবর্তে জিম্বাবুয়ের নেতৃত্ব দেন রায়ান বার্ল। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রানের ইনিংস আসে তার ব্যাট থেকেই। ব্রেন ব্যানেট ও ক্লাইভ মদন্ডে করেন ২৭ রান করে। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি স্বাগতিকরা।

জবাব দিতে নেমে ৩৭ রান ৪ উইকেট হারিয়ে চাপেু পড়ে আয়ারল্যান্ড। তবে সফরকারীদের ওপর সেই চাপ অব্যাহত রাখতে পারেননি জিম্বাবুয়ের বোলাররা। উল্টো জমাট জুটি বাঁধেন টেক্টর ও জর্জ ডকরেল।

পঞ্চম উইকেটে ১০৪ রানের অবিচ্ছেদ্য জুটিতে দলকে জেতান এ দুই ব্যাটার। টেক্টর ৪৫ বলে ৫৪ ও ডকরেল ৩২ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন।

এই জয়ে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করে পল স্টার্লিংয়ের দল। পঞ্চমবারের প্রচেষ্টায় প্রথমবার জিম্বাবুয়ের মাটিতে কোনো সিরিজ জিতল আয়ারল্যান্ড।

Facebook Comments Box
advertisement

Posted ১:৫৬ পূর্বাহ্ণ | সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]