মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন ভূমিকায় মিলানে ফিরলেন ইব্রাহিমোভিচ

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

সিরি আ ক্লাব এসি মিলানের পরামর্শক হিসেবে দায়িত্ব নিয়েছেন জলাতান ইব্রাহিমোভিচ। ক্লাব মালিক রেডবার্ড ক্যাপিটাল পার্টনার্স এই তথ্য নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে মার্কিন বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেডবার্ড জানিয়েছে, সাবেক সুইডিশ তারকা এসি মিলানের মালিকপক্ষ ও সিনিয়র ম্যানেজমেন্টের সিনিয়র পরামর্শক হিসেবে কাজ করবেন। একইসঙ্গে ৪২ বছর বয়সী ইব্রাকে রেডবার্ডের স্পোর্টস ও মিডিয়ার অপারেটিং পার্টনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

রেডবার্ড আরো জানিয়েছে- খেলোয়াড়দের উন্নতি, হাই পারফরমেন্স ট্রেনিং, এসি মিলানের গ্লোবাল ব্র্যান্ডিং, বাণিজ্যিক আগ্রহ ও কৌশলগত বিশেষ প্রকল্পে ভূমিকা রাখবেন ইব্রা।

গত মৌসুমের শেষে ইব্রাহিমোভিচ তার বর্ণাঢ্য পেশাদার ক্যারিয়ারের ইতি টানেন। মৌসুমের প্রায় পুরোটা সময় অবশ্য ইনজুরির কারণে মিলানের হয়ে মাঠে নামতে পারেননি তিনি।

মার্চে উদিনেসের বিপক্ষে ৩-১ ব্যবধানে জয়ের ম্যাচটিতে মৌসুমের একমাত্র গোলটি করেছিলেন ইব্রা। এর মাধ্যমে সিরি আ ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে গোল করার কৃতিত্ব দেখান তিনি।

অভিজ্ঞ এই ফরোয়ার্ড ২০১৯ সালে ফিরে আসার পর ইতালিয়ান ফুটবলে এসি মিলানের পুনরুত্থান শুরু হয়। তার নৈপুণ্যে মিলান ২০২২ সালে সিরি আ শিরোপা জয় করেছিল। ১১ বছর আগেও ক্লাবের আগের শিরোপা জয়ের তার ভূমিকা ছিল।

বর্তমান কোচ স্টিফানো পিওলির অধীনে আবারো নতুন করে নিজেদের ফিরিয়ে আনার আগের সময়টা মাঠের পারফরমেন্স ও আর্থিক সমস্যা মিলিয়ে মোটেই ভালো কাটেনি মিলানের।

বর্তমানে লিগ টেবিলের শীর্ষে থাকা ইন্টার মিলানের তুলনায় ৯ পয়েন্ট পিছিয়ে তৃতীয় স্থানে রয়েছে মিলান।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১২ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]