মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

অবশেষে মুখ খুললেন রোহিত

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে উড়ন্ত ফর্মে ছিল স্বাগতিক ভারত। বিশ্বমঞ্চে একটানা দশ ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল দলটি। তবে শিরোপা নির্ধারনী ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৬ উইকেটে হেরেছে রোহিত শর্মার দল।

ঘরের মাঠে বিশ্বজয়ে স্বপ্নে বিভোর গোটা জাতিই তখন কান্নায় ভেঙে পড়ে। এ তালিকায় বাদ যায় টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমও। শিরোপা হারানোর আক্ষেপে ড্রেসিংরুমে কান্নায় ভেঙে পড়েছিলেন রোহিত-কোহলিরা।

বিশ্বকাপের ফাইনালে হারার ২৪ দিন পর মুখ খুললেন ভারতীয় দলপতি অধিনায়ক রোহিত শর্মা। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে রোহিতের চার মিনিটের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। ভিডিওটিতে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হারের কথা বলছেন ৩৬ বছর বয়সী এ ক্রিকেটার।

রোহিত শর্মা বলেন, ‘হারের শোক সামলে কীভাবে মূলস্রোতে ফেরা সম্ভব, তা আমার জানা নেই। কি করব, সেটাও বুঝতে পারিনি। আমার পরিবার এবং বন্ধুরা আমাকে সাহায্য করেছিল এগিয়ে চলার জন্য। সব কিছু হালকা করার চেষ্টা করে গিয়েছে। সেই হার হজম করা খুব কঠিন ছিল। কিন্তু জীবন এগিয়ে চলে। এগিয়ে যেতে হয়।’

ভারতের অধিনায়ক বলেন, ‘সত্যি কথা বলতে কি, এগিয়ে চলা মোটেও সহজ ছিল না। ৫০ ওভারের বিশ্বকাপ দেখে বেড়ে উঠেছি। আমার মতে চ্যাম্পিয়ন হলে সেরা পুরস্কার পেতাম। বিশ্বকাপের জন্যই এতগুলো বছর পরিশ্রম করেছি আমরা। কিন্তু শেষ মুহূর্তে যদি সাফল্য পাওয়া না যায়, তাহলে হতাশই হতে হয়।’

‘আমাদের তরফ থেকে যা করার, সেটাই করেছি। যদি কেউ প্রশ্ন করেন, কোথায় ভুল হয়ে গেল, তাহলে বলব, আমরা ১০টি ম্যাচ টানা জিতেছিলাম। ১০টি ম্যাচে ভুল যে করিনি তা নয়। প্রতিটি ম্যাচেই কিছু না কিছু ভুল হয়। নিখুঁত ম্যাচ বলে কিছু হয় না।’-যোগ করেন রোহিত।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]