মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে পাতাসহ পেঁয়াজ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

টাঙ্গাইলের গোপালপুরের সোনামুই বাজারে পাতাসহ নতুন পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা দরে। পাইকারি ও খুচরা দু’ভাবেই পেঁয়াজ বিক্রি হয় এখানে।

সরেজমিন দেখা গেছে, ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত এই বাজারে প্রতিদিন কমপক্ষে ১৫০-২০০ মণ পেঁয়াজ বিক্রি হয়। পুরো পৌষ মাসজুড়ে এখানে পাতাসহ পেঁয়াজ বেচাকেনা চলে।

স্থানীয়রা জানান, কুয়াশার কারণে যমুনার চরাঞ্চলের অধিকাংশ চাষিরা আগেরদিন বিকেল থেকেই পেঁয়াজ নিয়ে চলে আসেন সোনামুই বাজারে। এছাড়া মধ্যরাত থেকেও অনেকে আসেন। চরভরুয়া, চরসোনামুই, কবলিবাড়ী, নরপাড়া রাধানগর, বাশুরিয়া, পঞ্চাশী, কেরামজানি, রামাইলের চর, খাসবালিয়াবান্না এসব অঞ্চলের পেঁয়াজ বেশি আমদানি হয় এখানে।

পেঁয়াজ চাষি আনিসুর রহমান বলেন, ‘বিঘাপ্রতি অন্তত ৬০ মণ পেঁয়াজ উৎপাদন হয়। এতে খরচ হয় প্রায় ৩০ হাজার টাকা। ১২০০ থেকে ১৬০০ টাকা মণ পেঁয়াজ বিক্রি করা যায়। হঠাৎ পেঁয়াজের দাম বেড়েছে তাই কাঁচা পেঁয়াজে ভালো দাম পাওয়া যাচ্ছে।

সোনামুই হাটের ইজারাদার আক্তার হোসেন বলেন, গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইল, ধনবাড়ী, মধুপুর, কালিহাতী অঞ্চলের পাইকাররা এখানে কাঁচা পেঁয়াজ ও অন্যান্য কাঁচামাল কিনতে আসেন। প্রতিদিন অন্তত ২০০ মণ পেঁয়াজ আমদানি হয় এখানে।

ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বলেন, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সোনামুই বাজারের সার্বিক নিরাপত্তা, মনিটর ও দেখভাল করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার বলেন, উপজেলার ৬০ হেক্টর জমিতে পেঁয়াজ আবাদ হয়েছে। গতবছরের চেয়ে এবার ফলন বেশি। পাতাসহ কাঁচা পেঁয়াজ সোনামুই, ভেঙ্গুলা ও মুশুর্দি বাজারে বেশি বিক্রি হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:০৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]