বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী ১৮৯৬

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট বৈধ প্রার্থী ১ হাজার ৮৯৬ জন। এসব প্রার্থী ২৭টি রাজনৈতিক দলের মনোনয়নে নির্বাচনে অংশ নিচ্ছেন।

রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, ৩০ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে দেশের ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬ জন মনোনয়নপত্র দাখিল করেন। গত ১ থেকে ৪ ডিসেম্বর তাদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এতে ১ হাজার ৯৮৫ জনের প্রার্থিতা বৈধ এবং ৭৩১ জনের প্রার্থিতা অবৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তারা।

নির্বাচন কমিশনে বৈধ ও অবৈধ প্রার্থীদের ৫৬০টি আপিল জমা হয়। এর মধ্যে ৬২৫টি আপিল হয়েছিল প্রার্থিতা ফেরত পেতে। বাকি ৩৫টি আপিল জমা পড়ে বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে।

আপিলে প্রার্থিতা ফেরত পান ২৮০ জন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্ত নেয়া ৫ জন বৈধ প্রার্থীর প্রার্থিতা বাতিল হয়। সব মিলিয়ে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়ায় ২ হাজার ২৬০ জন। রোববার ৩৪৭ জন প্রার্থিতা প্রত্যাহারের পর এ নির্বাচনের মোট প্রার্থী চূড়ান্ত হয় ১ হাজার ৮৯৬ জন।

তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি। এর আগে, ১৮ ডিসেম্বর বৈধ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপরই নির্বাচনী প্রচারণায় নামতে পারবেন প্রার্থীরা। প্রচারণা চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত।

Facebook Comments Box
advertisement

Posted ১:০০ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]