মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে দিনেদুপুরে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

রাজধানীর গুলিস্তানে জিপিওর সামনে একটি বাসে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার লিমা খানম বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর ১টায় আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। দুটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি জানান, প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে এদিন সকাল ৮টার দিকে মোহাম্মদপুরে ১৩ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ভূঁইয়া বলেন, আজিমপুর থেকে ছেড়ে আসা ১৩ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে। চলন্ত বাসটি যখন শংকর আসে তখন আগুন দেয়। পরবর্তীতে মোহাম্মদপুর থানার আল মানার হাসপাতালের সামনে বাসের চালক ও স্থানীয়রা মিলে আগুন নেভায়।

উল্লেখ্য, বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। হরতাল শেষ হবে সন্ধ্যা ৬টায়। হরতাল শুরু হওয়ার আগেই রাজধানীতে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় হরতাল সমর্থকরা। এতে চারজন মারা গেছেন। ট্রেনের তিনটি বগি পুড়ে ছাই হয়ে গেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]