মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

শিশুশ্রম নিরসনে আড়াই হাজার কোটি টাকার প্রকল্প: শ্রম সচিব

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী বলেছেন, ২০২৫ সালে দেশ থেকে শিশুশ্রম নিরসনের জন্য কাজ করে যাচ্ছে সরকার। এজন্য ২ হাজার ৫০০ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে।

শনিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলের হলরুমে শিশুশ্রম নিরসন বিষয়ক রংপুর বিভাগীয় কর্মশালায় এসব কথা বলেন তিনি।

সচিব বলেন, দেশে ১৭ লাখ ৬৬ হাজার শিশু শ্রমিক রয়েছে। এদের মধ্যে ১০ লাখ ৬৮ হাজার শিশু ঝুঁকিপূর্ণ শ্রমের সঙ্গে জড়িত।

তিনি বলেন, আমরা যদি সবাই মিলে সঠিকভাবে আমাদের প্রতিদিনের কাজ সম্পন্ন করতে পারি তাহলে সবকিছু নিরসন করা সম্ভব। আমরা সবাইকে নিয়ে এদেশে শিশু শ্রম বন্ধ করবো। ২০২৫ সালে সব শিশুকে আদের কর্মস্থান থেকে ফিরিয়ে আনা হবে।

কর্মশালায় বলা হয়, রংপুর বিভাগের ঠাকুরগাঁও, লালমনিহাট ও নীলফামারী জেলায় শিশু শ্রমিকের সংখ্যা বেশি। আগামী বছরের মধ্যে নীলফারী জেলাকে শিশু মুক্ত জেলা ঘোষণা করা হয় এই কর্মশালা থেকে।

রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তৌফিকুল আরিফ, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক সাইফ উদ্দিন আহমেদ, ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান এএইচ তৌফিক আহমেদ প্রমুখ।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৫ অপরাহ্ণ | শনিবার, ২৩ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]