বুধবার ২২শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

কুকুরের কামড়ে একদিনে নারী-শিশুসহ ১০জন আহত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ অন্তত ১০ জন আহত হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সকাল থেকে দুপুর পর্যন্ত পালাক্রমে কুকুরের এমন আক্রমণে এলাকার মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছেন।

আহতরা হলেন নিহার বালা দাশ (৫৫), ফেয়ারা বেগম (৫৬), জান্নাতুল ফেরদাউস (২৩), আসলাম খান (১২) জাবেদুল ইসলাম (১০), আফরোজ জেরিন (৭) ও আফনান বিন আয়ান (৩)। অন্য তিনজনের পরিচয় পাওয়া যায়নি। তাদেরকে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ধুম ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সদস্য মারুফ হাসান এ বিষয়ে বলেন, শনিবার সকাল থেকে হঠাৎ করে আমার ওয়ার্ড ও ৮ নং ওয়ার্ড এলাকায় পাগলা কুকুরের কামড়ের ঘটনা ঘটে। এতে কয়েকজন নারী-শিশু আহত হয়েছেন। কুকুরের আক্রমণে পুরো এলাকায় মানুষ আতঙ্কিত।

মিরসরাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাকিরুল ফরিদ বলেন, ধুম ইউনিয়নে কুকুরের কামড়ে কয়েকজন আহত হওয়ার বিষয়টি শুনেছি। আমি তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছি। একইসঙ্গে কুকুরটিকে না মেরে অন্যত্র তাড়িয়ে দেওয়ার জন্য বলেছি।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, কুকুরের কামড়ে আহত হয়ে পাঁচজন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তাদের সবাইকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। শারীরিক অবস্থা গুরুতর না হওয়ায় আহত সবাই বাড়ি ফিরে গেছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১:৪২ পূর্বাহ্ণ | রবিবার, ২৪ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]