মঙ্গলবার ২১শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

যেদিন দেখা যাবে মেসি-সুয়ারেজ জুটির খেলা

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ | প্রিন্ট

স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসি, সুয়ারেজ, নেইমারের এমএসএন জুটি এখনো ফুটবলপ্রেমীদের হৃদয়ে গাঁথা। অনেকেই মনে করেন, কাতালান ক্লাবটিতে এই তিন ফুটবলার একত্রে আরো লম্বা সময় থাকলে ব্যক্তিগত অর্জনে আরো এগিয়ে থাকতেন তারা।

তবে সময়ের ব্যবধানে পরবর্তীতে ভিন্ন ক্লাবের হয়ে মাঠ মাতান এমএসএনত্রয়ী। নেইমার না থাকলেও পুনরায় একই ক্লাবের হয়ে মাঠে নামতে যাচ্ছেন মেসি-সুয়ারেজ। এরই মধ্যে এই জুটির একসঙ্গে মাঠে নামার সম্ভাব্য তারিখও জানা গেছে।

বার্সেলোনায় দীর্ঘ সময় কাটিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে যোগ দেন সুয়ারেজ। দুর্দান্ত পারফরম্যান্স করে তিনি সেখানেও জিতেছেন শিরোপা। এরপর খেলেন ব্রাজিলের গ্রেমিওতে। আর ক্যারিয়ারে শেষ বেলায় সুয়ারেজের নতুন ঠিকানা আমেরিকান ক্লাব ইন্টার মায়ামি। যেখানে রয়েছেন লিওনেল মেসিও।

সুয়ারেজ মায়ামিতে যোগ দিয়েছেন এমন খবরের পর থেকেই ভক্তদের আগ্রহ, কবে কোথায় মেসি আর সুয়ারেজ জুটিকে দেখা যাবে। মেজর লিগ সকারের (এমএলএসের) মৌসুম ফেব্রুয়ারি থেকে শুরু হলেও এর আগেই একত্রে মাঠে দেখা যাবে তারকা এই দুই ফুটবলার।

আসন্ন জানুয়ারি মাসেই মেসি-সুয়ারেজকে একত্রে মাঠে দেখা যেতে পারে। সৌদি আরবে ২৯ জানুয়ারি আল-হিলালের বিপক্ষে ম্যাচ রয়েছে মায়ামির। সব কিছু ঠিক থাকলে সেই ম্যাচে একত্রে দেখা যাবে মেসি এবং সুয়ারেজকে।

যদিও ইনজুরির কারণে সেই ম্যাচ খেলা হবে না আল-হিলালের নেইমারের। এরপরেই ফেব্রুয়ারির এক তারিখ রোনালদোর আল-নাসরের বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। সেখানে আরও একবার মেসি-রোনালদো দ্বৈরথ দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া।

Facebook Comments Box
advertisement

Posted ৯:০৩ পূর্বাহ্ণ | সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩

ajkerograbani.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

সম্পাদক ও প্রকাশক
মুহা: সালাহউদ্দিন মিয়া
সম্পাদকীয় কার্যালয়

২ শহীদ তাজউদ্দিন আহমেদ সরণি, মগবাজার, ঢাকা-১২১৭। সম্পাদক কর্তৃক তুহিন প্রেস, ২১৯/২ ফকিরাপুল (১ম গলি), মতিঝিল, ঢাকা-১০০০ থেকে মুদ্রিত ও প্রকাশিত।

ফোন : ০১৯১৪৭৫৩৮৬৮

E-mail: [email protected]